Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনা কমিউনিস্ট পার্টিতে যোগ দিতে আগ্রহী জ্যাকি চ্যান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ১২:০২ এএম

ইতোপূর্বে হংকংয়ে গণতন্ত্রের সমর্থনে বিক্ষোভে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিকে সমর্থন করে জোর সমালোচনার তোপে পড়েছিলেন মার্শাল আর্টস কিংবদন্তী জ্যাকি চ্যান। এবার তিনি চীনের কমিউনিস্ট পার্টিতে (সিপিসি) যোগ দেবার আগ্রহ প্রকাশ করেছেন। ১ জুলাই সিপিসি প্রতিষ্ঠার শতবার্ষিকী উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তৃতার ওপর মন্তব্য বক্তব্য রাখতে গিয়ে চায়না ফিল্ম অ্যাসোসিয়েশনের (সিএফএ) এক সিম্পোজিয়ামে চ্যান (৬৭) এই আগ্রহ প্রকাশ করেন। চ্যান সিএফএ’র ভাইস-চেয়ারম্যান।চ্যান বলেন, ‘আমি সিপিসি’র বিশালত্ব দেখতে পাই। এটি শত বছরে যে প্রতিশ্রুতি দিয়েছে তা পালন করেছে মাত্র কয়েক দশকে। আমি সিপিসির সদস্য হতে চাই।’ চ্যান সিপিসির সমর্থক এবং এর উপদেষ্টা সহযোগী চাইনিজ পিপল’স পলিটিক্যাল কনসাল্টেটিভ কনফারেন্সের একজন সদস্য। আমি অনেক দেশ ভ্রমণ করেছি, আমি বলতে চাই গত কয়েক বছরে আমাদের উন্নয়ন হয়েছে দ্রুত গতিতে। যেখানেই যাই একজন চীনা হিসেবে আমি গর্ব করি। আমাদের পাঁচ তারকাবিশিষ্ট লাল পতাকা সব জায়গায়ই সম্মান পায়। চীন আর হংকং আমার জন্মস্থান এবং বাড়ি। চীন আমার দেশ, আমি আমার দেশকে ভালবাসি, বাড়িকে ভালবাসি। আশা করি, হংকংয়ে শান্তি ফিরবে অচিরেই, ২০১৯ সালে চ্যান বলেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ