Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘রাশ আওয়ার ফোর’ নির্মাণ নিয়ে গুজব বাতিল করলেন জ্যাকি চ্যান

| প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৯, ১২:০৮ এএম

সম্প্রতি খবর বেরিয়েছে জ্যাকি চ্যান এবং ক্রিস টাকার ‘রাশ আওয়ার ফোর’ এবং ‘কারাটে কিড টু’ চলচ্চিত্র দুটি নির্মাণে হাত মেলাবেন। এর পরিপ্রেক্ষিতে চ্যানের ব্যবস্থাপনা কোম্পানি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এমন অনুমান ভুয়া ও ভিত্তিহীন। টাকার তার ইনস্টাগ্রামে সম্প্রতি চ্যানের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করার পর গুজব রটে যে তারা উল্লেখিত দুটি ফিল্ম নির্মাণের জন্য এক হচ্ছেন; ছবিতে দুজনকেই চার আঙ্গুল প্রদর্শন করতে দেখা গেছে। এর আগে টাকার এক পডকাস্টে জানিয়েছিলেন তারা ‘রাশ আওয়ার ফোর’-এর চিত্রনাট্য নিয়ে কাজ করছেন এবং সেটি তৈরি হলে নির্মাণ শুরু হবে। দুইয়ে দুই মিলিয়ে এ থেকে গুজব রটে যায়। চ্যান শিবিরের এই মন্তব্যে বোঝা গেছে ব্লকবাস্টার বাডি কপ চলচ্চিত্র সিরিজটি আপাতত এগোচ্ছে না। ‘রাশ আওয়ার ফোর’ নির্মাণে প্রধান বাধা হলেন এর সম্ভাব্য পরিচালক ব্রেট র‌্যাটনার; তিনিই প্রথম তিনটি ফিল্ম পরিচালনা করেছেন। র‌্যাটনারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। এর ফলে শিল্পী কুশলীদের পক্ষ থেকে নির্মাণ ব্যাহত হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ