বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনার ছোবলে নীলফামারীতে আরও দুইজনের প্রাণ গেছে। গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু পাশাপাশি নতুন করে আরও ৫৩ জনের শরীরে করোনায় শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যু সংখ্যা দাঁড়াল ৪৪ জনে। বুধবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির।
করোনায় মৃত্যু বরণকারী দুইজন হলেন জেলার ডোমার উপজেলার দক্ষিন গোমনাতী পন্ডিতপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আব্দুল হক(৭০)। তিনি গত ৮ জুলাই করোনায় আক্রান্ত হয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপরজন জেলার সৈয়দপুর উপজেলার চাঁদনগর মহল্লার মৃত ইসমাইল বদরের ছেলে আশিক বদর(৪০)। তিনি গত ৯ জুলাই নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ হয়ে রংপুরে চিকিৎসাধীন ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।