বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরে আবারও ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। ৪৬৮ নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৩১ জন। আক্রান্তের হার ২৭ দশমিক ৯৯ শতাংশ।
সীমান্তবর্তী জেলা দিনাজপুরে সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৫ জুন থেকে কঠোর লকডাউন ঘোষণা করা হয়। পরবর্তীতে দেশব্যাপী কঠোর লকডাউনে দিনাজপুরে আজ বুধবার পর্যন্ত লকডাউন অব্যাহত রয়েছে। লকডাউন অত্যন্ত ঢিলেঢালাভাবে চলায় সংক্রমণের হার কমছে না। বরন মৃত্যুর হার বাড়ছে।
সিভিল সার্জন দিনাজপুর জানায়, জেলায় এ পর্যন্ত মোট ২০২ জন মৃত্যুবরণ করেছে। মৃত্যুর এই রেকর্ড কেবলমাত্র হাসপাতালে কোভিট-১৯ পজিটিভ শনাক্ত হওয়াদের লিপিবদ্ধ করা হয়েছে। করোনা উপসর্গ নিয়ে অথবা হাসপাতালের বাহিরে করোনা উপসর্গ নিয়ে এমনকি হাসপাতালে অন্য জেলার কেউ মৃত্যুবরন করলেও তাদেরকে দিনাজপুরে মৃত্যুর রেকর্ডে উল্লেখ করা হচেছ না। ফলে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরনকারীদের লিপিবদ্ধ করা হলে মৃত্যুর হার কয়েকগুন বেড়ে যাবে।
এদিকে দিনাজপুরের ডেডিকেটেড হাসপাতাল আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬ টি আইসিসিইউ বেড থাকলেও করোনা রোগীদের জন্য সর্বসাকুল্যে ১৫০ টি এবং জেনারেল হাসপাতালে ৩০টি বেড স্থাপন করা হয়েছে। এই দুটি হাসপাতালে যথাক্রমে করোনা-১৯ পজিটিভের ৬৫ এবং উপসর্গ নিয়ে ১৩০ এবং জেনারেল হাসপাতালে পজিটিভ ২৮ ও উপসর্গের ৬ জন ভর্তি রয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলিতে করোনা পজিটিভ নিয়ে ২৩ ও উপসর্গ নিয়ে ১১ জন ভর্তি রয়েছে।
দিনাজপুরে এপর্যন্ত ৫৮৩৩৪ টি নমুনা সংগৃহীত হয়েছে। এরমধ্যে পরীক্ষা করা হয়েছে ৫৪৭৫৫ টি। বর্তমানে জেলায় সক্রিয় পজিটিভ রোগীর সংখ্যা ২১০৬ জন। হোম আইসোলেশনে রয়েছেন ১৯৯০ জন।
এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর দিনাজপুরে টিকা গ্রহনের জন্য সাধারন মানুষের মধ্যে আগ্রহ বেড়ে গেছে। গত ২৪ ঘন্টায় ভেরোসেল টিকা গ্রহন করেছেন ৪৩০৭ জন। জেলায় অদ্যাবধি ১ম ডোজ কোভিশিল্ড টিকা গ্রহনের সংখ্যা হচেছ ১, ১১, ৬৯৭ ও ভেরোসেল টিকা গ্রহন করেছেন ১১৫৫৩ জন। ২য় ডোজ টিকা নিয়েছেন ৭৮৮৩০ জন। এখন পর্যন্ত এ্যাপে নিবন্ধিত সংখ্যা হচেছ ১ লক্ষ ৭৮ হাজার ৫০১ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।