Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্য হানড্রেডে অদ্ভুত নিয়মের ছড়াছড়ি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ১২:০৪ এএম

অদ্ভুত ফরম্যাট বলে দ্য হান্ড্রেড নিয়ে বিতর্ক আর আলোচনা ছিল আগে থেকেই। প্রথম মৌসুম শুরুর প্রাক্বালে টুর্নামেন্টটির কর্তৃপক্ষ ইসিবি প্রকাশ করেছে অদ্ভুত কিছু নিয়মাবলী। নারী ও পুরুষ ক্রিকেটার উভয়কেই এই টুর্নামেন্টে ব্যাটার হিসেবে আখ্যায়িত করা হবে। ধীর বোলিংয়ের কারণে শাস্তি হিসেবে ৩০ গজের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে। একজন বোলার টানা ১০ বল করতে পারবেন। টস জনসম্মুখে হওয়ার বাধ্যবাধকতা নেই। এমন সব নিয়ম আরোপ করে দ্য হান্ড্রেড নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ১০০ বলের এই টুর্নামেন্ট ২১ জুলাই ওভালে শুরু হবে নারী দলের ম্যাচ দিয়ে। একই ভেন্যুতে একদিন বাদে গোড়াপত্তন হাবে পুরুষদের টুর্নামেন্ট। তার আগে বেশ কিছু নতুন ও অদ্ভুত নিয়মের কথা জানাল ইসিবি। প্রথম ২৫ বল পাওয়ারপ্লে হিসেবে গণ্য হবে। পাওয়ারপ্লের পর ড্রিংকস ব্রেকে নেওয়া যাবে টাইম আউট। ক্যাচ আউটের পরের বলে প্রতিবার নতুন ব্যাটসম্যানকেই স্ট্রাইক নিতে হবে। নক আউট পর্বে ম্যাচ টাই হলে পাঁচ বলের ‘সুপার ফাইভ’ এর মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হবে। সুপার ফাইভে অমীমাংসিত থাকলে জয়ী ঘোষণা করা হবে গ্রæপ পর্বের পয়েন্ট বিবেচনায়। নো বল যাচাই করবেন তৃতীয় আম্পায়ার। প্রথম ইংলিশ ঘরোয়া টুর্নামেন্ট হিসেবে থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস। সেøা ওভার রেটে কোনো দল পিছিয়ে থাকলে শাস্তির সময় একজন ফিল্ডারকে সার্কেলের বাইরে থেকে ভেতরে আসতে হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্য হানড্রেডে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ