Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্যাবলকার চালু মেক্সিকোতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ১২:০২ এএম

বিশ্বের সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে মেক্সিকো সিটি অন্যতম। এবার শহরটির যানজট নিরসনে নয় দশমিক দুই কিলোমিটার দীর্ঘ ক্যাবল কার চালু করল দেশটি। রোববার পৃথক ৫টি স্টেশনেরও উদ্বোধন করা হয়। প্রতিটি স্টেশনের দৈর্ঘ্য এক দশমিক সাত কিলোমিটার। ক্যাবল কারের ফলে শহরটির যানজট কমে আসবে বলে মনে করছেন স্থানীয়রা। মেক্সিকো সিটির স্থানীয় বাসিন্দার জানান, ক্যাবল কারটির খুব দরকার ছিল, কারণ আমাদের এখানে যানজট খুবই প্রকট। এতে আমাদের অনেক সময় নষ্ট হয়। গাড়ি না থাকায় প্রায়ই অনেক দূর হেঁটে যেতে হয়। ক্যাবল কারটির প্রতিটি ক্যাবিনে আসন রয়েছে দশটি করে। পর্যাপ্ত আলো-বাতাসের জন্য ক্যাবিনের জানালাগুলোও বেশ বড়। তবে করোনার কারণে আপাতত একটি ক্যাবিনে ছ’জনের বেশি বসতে পারবে না। এতে চড়ার সময় প্রত্যেকের মুখে মাস্ক পরাও বাধ্যতামূলক করা হয়েছে। শহরের বাসিন্দারা আরও জানান, করোনার মধ্যে ক্যাবল কারটি যানজট কমাতে সাহায্য করবে। আমরা এখন খুব তাড়াতাড়ি বাসায় যেতে পারবো। ক্যাবল কারটির নির্মাতা অস্ট্রিয়ান একটি প্রতিষ্ঠান। যারা এর আগে প্রায় আশিটি দেশে ক্যাবল কার তৈরি করেছে। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যাবলকার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ