বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারী সৈয়দপুরে করোনা সংক্রমণ দিন দিন উর্ধ্বমুখী হচ্ছে। গত ২৪ ঘন্টায় সৈয়দপুরে ২২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। মোট ৬২ জনের নমুনা পরীক্ষা করে ওই সংখ্যক রোগী শনাক্ত হয়। এর মধ্যে আজ মঙ্গলবার (১৩ জুলাই) আসিফ বদর (৫৫) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১০ জুলাই তার করোনা পজিটিভ শনাক্ত হয়।
এদিকে এ যাবত সৈয়দপুরে ৪১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২৯০ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৯৯ জন এবং ১০০ শয্যা হাসপাতালের করোনা ইউনিটে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এ যাবৎ করোনায় মোট মৃত্যু হয়েছে ১৬ জনের। হোম কোয়ারেন্টিনে আছেন ৫২১ জন। এ পর্যন্ত স্যাম্পল গ্রহণ করা হয়েছে এক হাজার ৭০৪ জনের। রিপোর্ট এসেছে এক হাজার ৬৪৩ জনের। পেন্ডিং রয়েছে ৬১ জনের। সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
স্থানীয় বিভাগ জানায়, চলমান লকডাউনের বিধিনিষেধের মধ্যেও মানুষ স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ উর্ধ্বমুখী হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।