Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত কাশ্মীরীদের পাশে থাকবে পাকিস্তান

ইয়াওমে শুহাদা উপলক্ষে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ৭:৩৫ পিএম

ইয়াওমে শুহাদা কাশ্মীর উপলক্ষে পাকিস্তানের সরকার এবং জনগণ ১৯৩১ সালে শ্রীনগরে নৃশংস ডোগ্রা বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গকারী অধিকৃত কাশ্মীরের ২২ পুত্রকে শ্রদ্ধা জানিয়েছে। মিথ্যা অভিযোগে কাশ্মীরি নেতার লজ্জাজনক বিচারের বিরোধিতা করে তারা শহীদ হন। এই শহীদদের সাহস ১৯৩১ সালে স্ব-সংকল্পের জন্য একটি অনন্য সংগ্রামে উৎসাহ যুগিয়েছিল যা আজও অব্যাহত রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের অফিস থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইয়াওমে শুহাদা-ই-কাশ্মীর প্রতিবছর কাশ্মীরি ও পাকিস্তানি প্রবাসীরা কাশ্মীরিদের বীরত্ব ও আত্মত্যাগের স্মরণে বিশ্বব্যাপী এবং পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার দু’পাশে পালিত হয়। ২০১৮ সালের ৫ আগস্টের পর থেকে অধিকৃত কাশ্মীরে ৩৯০ জনেরও বেশি কাশ্মীরি শহীদ হয়েছেন। শুধুমাত্র চলতি বছরে (২০২১), ভারতীয় দখলদার বাহিনী বিচারবহির্ভূতভাবে কিশোর-কিশোরীসহ ৮৫ জন নিরীহ কাশ্মীরিকে হত্যা করেছে। ৫৩৭ কাশ্মীরিকে নির্বিচারে গ্রেফতার ও আটক করা হয়েছে এবং কাশ্মীরি জনগণের ৩১টি বাড়ি ধ্বংস করে দিয়েছে। বিগত সাত দশক ধরে অব্যাহত ভারতীয় দমন-পীড়ন কাশ্মীরি জনগণের ইচ্ছা দমনে ব্যর্থ হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আজ আমরা নিরীহ কাশ্মীরিদের আত্মত্যাগের স্মরণ করে আবারো আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলোকে ভারতীয় দখলদার বাহিনীর হাতে কাশ্মীরিদের অব্যাহত বিচারবহির্ভূত হত্যাকান্ড তদন্তের এবং এই জঘন্য অপরাধের আহ্বানকারীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানাই। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবসমূহ সুনির্দিষ্টভাবে বাস্তবায়নের অদম্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত পাকিস্তান ভারতীয় নিপীড়নের বিরুদ্ধে তাদের ন্যায়সঙ্গত সংগ্রামে কাশ্মীরি ভাইদের সমর্থন অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



 

Show all comments
  • S.M. Farouq ১৩ জুলাই, ২০২১, ১০:৪১ পিএম says : 0
    thanking for publish kashmiri news
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ