Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শ্রীনগরে নতুন করে ১৬ জনের করোনা শনাক্তঃ শতকরা হার ৩৭ ভাগ

শ্রীনগর(মুন্সীগঞ্জ)সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ৩:৪২ পিএম

শ্রীনগরে নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১০ জন পুরুষ ও ৬ জন নারী। ৪৩টি নমুনা পরীক্ষায় শনিবার আক্রান্তের এই সংখ্যা পাওয়া গেছে। শতকরা হিসাবে এই হার ৩৭.২০ ভাগ। এনিয়ে শ্রীনগর উপজেলায় মোট ৭২৪ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৬১২ জন ও মৃত ৭ জন।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল হক জানান,নতুন শনাক্তদের মধ্যে শ্রীনগর, জশুরগাও,সোন্দারদিয়া,সিংপাড়া,কুশরীপাড়া, কেয়টখালী, ষোলঘর,হাঁসাড়া,বাড়ৈখালী ও রাঢ়িখালের ১ জন করে পুরুষ এবং সোন্দারদিয়া,আটপাড়া, ফইনপুর, শ্রীনগর, দামলা ও মথুরাপাড়া গ্রামরে ১ জন করে নারী রয়েছেন। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে করোনা ভাইরাস থেকে দুরে থাকার আহবান জানান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ