বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর কলাপাড়ায় লকডাউনের বারোতম দিনে স্বাস্থ্য বিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৬ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। রবিবার সকাল ১০.১৫টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত নুতন বাজার এবং কলাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৪/১ ধারা লংঘনে ২৪/২ ধারামতে ২৬ জনকে সর্বমোট দশ হাজার নয়শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জগৎ বন্ধু মন্ডল জানান, তেরোতম দিনে গ্রাম্য বাজারে স্বাস্থ্য বিধি অমান্য করায় ২৬জনকে পৃথক মামলায় অর্থদণ্ড দেয়া হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।