Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পাকিস্তানের সঙ্গে চীনের বৈঠকে উদ্বিগ্ন ভারত

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যে কোনো সময়ের চেয়ে খারাপ সম্পর্ক যাচ্ছে ভারত-পাকিস্তানের। এই স্পর্শকাতর সময়টাতেই পাকিস্তানের সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে পরামর্শ করতে এশাধিকবার বৈঠকে বসছে চীন। বিষয়টাকে ভারত যে ভালোভাবে নিচ্ছে না তা বোঝাই যাচ্ছে। ভারতের বক্তব্য, তাদের সাথে শক্তিতে পাকিস্তানের ভারসাম্য আনতেই এমনটা করছে চীন। নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের সদস্য হতে অনেক আগেই আবেদন করেছে ভারত। বিশ্বের বিশাল একটা অংশের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে দেশটি। কিন্তু খুব শিগগির ভারত যে সংগঠনটির সদস্য হতে পারছে না সেটাও বুঝিয়ে দিয়েছে চীন। চলতি বছরের মে মাসে সংগঠনটির সদস্য হতে পাকিস্তানও আবেদন করেছে। তাতে তুরস্কের পাশাপাশি সমর্থন দিয়েছে চীনও। ভারতের বক্তব্য, তারা যাতে এ সংগঠনটির সদস্য হতে না পারে সে জন্যই চীন একাধিকবার পাকিস্তানের সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে পরামর্শ করতে বৈঠকে বসছে। পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসার কয়েকদিন আগে ভারতের সাথেও একই বিষয়ে বৈঠকে বসে চীন। তখন ভারতের নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের সদস্যপদ পাওয়ার বিষয়ে আলোচনা হয়। এবার ভারতের প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে বৈঠক করেছে তারা। এ নিয়ে চীনের কাছে কোনো সদুত্তর পায়নি ভারত। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

Show all comments
  • হাসিব ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ৯:৫০ এএম says : 0
    উদ্বিগ্ন হয়ে কোন লাভ নাই। এটাই বাস্তবতা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তানের সঙ্গে চীনের বৈঠকে উদ্বিগ্ন ভারত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ