Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাপসের মাধ্যমে জন্মদাতা বাছাই

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যেসব নারী শুক্রাণু প্রতিস্থাপনের মাধ্যমে সন্তান নিতে চান তাদের জন্য জন্মদাতা বাছাইয়ের ব্যতিক্রমী অ্যাপস চালু করেছে যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠান। ওই অ্যাপসের মাধ্যমে শুক্রাণু দাতার দৈহিক গড়ন, ব্যক্তিত্ব, শিক্ষাগত যোগ্যতা, পছন্দ-অপছন্দ সব কিছু যাচাইয়ের সুযোগ রয়েছে। এই অ্যাপসটি বাজারে নিয়ে এসেছে লন্ডন স্পার্ম ব্যাং ডোনার্স। অ্যাপসটির নাম দেওয়া হয়েছে ‘অর্ডার অ্যা ড্যাডি’। যেসব ডোনারের শুক্রাণু সংগ্রহে রয়েছে তাদের একটি তালিকা প্রদান করা হয়েছে অ্যাপসে। কোনো নারী চাইলে সেই তালিকা থেকে তার সন্তানের পিতাকে বেছে নিতে পারেন। অ্যাপসটিতে শুক্রাণু দাতার ব্যক্তিত্ব, দৈহিক বিবরণ, চারিত্রিক বৈশিষ্ট্যের কথা সংযুক্ত করা হয়েছে। উদহারণ হিসেবে একজন দাতার বিষয়ে বলা হয়েছে, ‘ইনি হাসিখুশি, মনোহর এবং সবার সঙ্গে সহজেই খাতির জমাতে পারেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যাপসের মাধ্যমে জন্মদাতা বাছাই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ