Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগান সীমান্তে ভারী অস্ত্র মোতায়েন তুর্কমেনিস্তানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ১২:০২ এএম

তালেবান অগ্রযাত্রায় শঙ্কিত তুর্কমেনিস্তান তার আফগানিস্তান সীমান্তে ভারি সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। আফগানিস্তান সীমান্তের সুর্খাবাদ শহরে তুর্কমেনিস্তানের সামরিক বহর পৌঁছেছে। আফগান সীমান্ত থেকে চার কিলোমিটার দূরে সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত যেসব অস্ত্র মোতায়েন করা হয়েছে তার মধ্যে ট্যাংক, কামান ও সাঁজোয়া যান রয়েছে। আরও অস্ত্রশস্ত্র পাঠানোর প্রস্তুতি চলছে। আফগানিস্তানের তালেবান সে দেশের সীমান্তবর্তী এলাকার দখল নেওয়ার পর তুর্কমেনিস্তান সীমান্তে সামরিক শক্তি বাড়াল। মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়তে শুরু করায় দেশটিতে আরও শক্তিশালী হয়ে উঠছে তালেবান। ইতোমধ্যেই দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কান্দাহারের দখল নিয়েছে দলটি। এর আগে তালেবান জানিয়েছে, আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে। একের পর এক এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে তারা। তালেবানের ভয়ে অনেক জায়গায় বিনা প্রতিরোধে মাঠ ছাড়ছে সেনাসদস্যরা। শুধু তাই নয় অনেকে আবার এলাকা, এমনকি দেশ ছেড়েও পালিয়ে যাচ্ছে। গত ৫ জুলাই সোমবার একদিনেই পালিয়ে প্রতিবেশী তাজিকিস্তানে আশ্রয় নিয়েছে সহস্রাধিক আফগান সেনা। তাজিকিস্তান ও ইরানের সাথেদুইটি সীমান্ত ক্রসিংয়েরও নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। আফগান সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নতুন করে আফগানিস্তানের হেরাত প্রদেশের দুইটি শহর দখলে নিয়েছে তালেবান। এর মধ্যে একটি হচ্ছে ইসলাম কালা শহর যা ইরান সীমান্তে অবস্থিত। আর অপর শহরটি হচ্ছে তুর্কমেনিস্তান সীমান্ত সংলগ্ন তুরগুন্দি। তুরগুন্দি শহর দখলের লড়াই চলাকালে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে গোলা বিনিময় হয়েছে। উভয় পক্ষই মর্টার শেল ব্যবহার করেছে। গোলা ও মর্টার শেল গিয়ে তুর্কমেনিস্তানের ভূখন্ডেও পড়েছে। এমন বাস্তবতায় আফগানিস্তান সীমান্তে সামরিক শক্তি বাড়িয়েছে তুর্কমেনিস্তান। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ