Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

এরদোগানের প্রশংসায় গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী

সশস্ত্র আকিনজি ড্রোনের উড্ডয়নে নতুন রেকর্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ১২:০২ এএম

গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডেন্ডিয়াস প্রশংসায় ভাসিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানকে। তুর্কি প্রেসিডেন্ট সম্পর্কে তিনি বলেন, এরদোগান অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, যিনি অনেক কিছুই করেছেন। স্থানীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ডেন্ডিয়াস তুর্কি প্রেসিডেন্টের এমন প্রশংসা করেন। খবর আনাদোলুর। গ্রিসের আকাশসীমা লংঘন, সমুদ্র থেকে তেল ও গ্যাস তোলা এবং সাইপ্রাসসহ নানা বিষয় নিয়েই তুরস্কের সাথে গ্রিসের মতবিরোধ চলছে। এতকিছুর মধ্যেও তুরস্ককে ঠিক পথে পরিচালিত করছেন এরদোগান। সে বিষয়ের দিকে ইঙ্গিত করে ডেন্ডিয়াস বলেন, আমরা মানি আর না মানি, তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্কের মতো তিনিও দীর্ঘদিন দেশটির ক্ষমতায় রয়েছেন এবং বিশ্বের দরবারে দেশটি যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাক্ষাৎকারে তুরস্কের সাথে গ্রিসের চলমান বিরোধ দূর করতে দুই দেশের মধ্যে চুক্তি গুরুত্বপূর্ণ বলে জানান নিকোস ডেন্ডিয়াস। তিনি বলেন, আমাদের মধ্যে থাকা মতবিরোধ দূর করতে এখনও অনেক পথ বাকি। দুই দেশের মধ্যে চুক্তি হওয়া জরুরি। ডেন্ডিয়াস গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের মধ্যে সরাসরি আলোচনার বিষয়ে তার সমর্থনের কথা জানিয়ে বলেন, তুরস্কের প্রেসিডেন্ট ব্যক্তিগত পর্যায়ে অত্যন্ত অতিথিপরায়ণ এবং সহৃদয় ব্যক্তি। অপরদিকে, তুরস্কের বায়রাকতার আকিনজি সশস্ত্র ড্রোন সম্প্রতি উড্ডয়নের এক নতুন রেকর্ড তৈরি করেছে। গত বৃহস্পতিবার ড্রোনটি ৩৮ হাজার ৩৯ ফুট উঁচু দিয়ে একটানা ২৫ ঘণ্টা ৪৬ মিনিট উড়ে এই রেকর্ড তৈরি করেছে। নির্মাতা প্রতিষ্ঠান বায়কার ডিফেন্স জানিয়েছে, তুরস্কের সরকারি প্রতিরক্ষা শিল্প দফতরের পরিচালনায় বিশেষ এক প্রজেক্টের ফসল আকিনজি ড্রোন। সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে ড্রোনের নতুন এই পরীক্ষা করা হয়। পরীক্ষায় ড্রোনটি সাত হাজার পাঁচ শ› সাত কিলোমিটার পথ উড্ডয়ন করে এবং আট শ› ৭০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। আনাদোলু, ইয়েনি শাফাক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ