Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএনসিসির ৩ অঞ্চলে ১৪ মামলাসহ ২ লাখ ৯১ হাজার টাকা জরিমানা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ৭:১৮ পিএম

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম জানান, সোমবার ডিএনসিসির তিনটি অঞ্চলে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনজন ম্যাজিস্ট্রেট অভিযান চালান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন ১ নম্বর অঞ্চলে ছিলেন তিনি ভ্রাম্যমাণ আদালতে ৪টি মামলায় ৩১ হাজার ৫০০ টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এস. এম. সফিউল আজম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৫টি মামলায় ২ লাখ ৫ হাজার টাকা আদায় করেছেন। এছাড়া ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী ভ্রাম্যমাণ আদালতে ২টি মামলায় ৩০ হাজার টাকা এবং ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ২৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১৪টি মামলায় আদায় করা জরিমানার সর্বমোট পরিমাণ ২ লাখ ৯১ হাজার ৭০০ টাকা।

আজ সোমবার (১২ জুলাই) ডিএনসিসির বিভিন্ন এলাকায় এসব অভিযানে ১৪টি মামলায় সর্বমোট ২ লাখ ৯১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ