Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বিগ বস’-এর জন্য ‘ভাবি জি ঘর পার হ্যায়’ ছাড়বেন না শুভাঙ্গি আত্রে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ১২:০৩ এএম

জনপ্রিয় হিন্দি সিটকম ‘ভাবি জি ঘর পার হ্যায়’-এর আঙ্গুরি ভাবি চরিত্রের অভিনেত্রী শুভাঙ্গি আত্রে জানিয়েছেন বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস’-এর আগামী পর্বে অংশ নেবার জন্য তাকে প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু এই অনুষ্ঠানের জন্য তিনি তার মূল সিরিয়াল ‘ভাবি জি ঘর পার হ্যায়’ ছাড়বেন না। “আসন্ন ‘বিগ বস’ পর্বে অংশ নেবার জন্য আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোনও দ্বিধা ছাড়াই আমি অনুষ্ঠানটির উপস্থাপক সালমান (খান) স্যারের সঙ্গে কাজ করতে চাই। তবে, আমি আমার সিরিয়ালের প্রতি দায়িত্বও উপলব্ধি করি। ‘বিগ বস’-এ অংশ নিয়ে সেটিতে বাধা পড়ে আমি ‘ভাবি জি ঘর পার হ্যায়’-এর দর্শকদের নিরাশ করতে পারি না,” শুভাঙ্গি বলেন। তিনি জানিয়েছেন প্রতি বছরই ‘বিগ বস’-এ অংশ নেবার জন্য তার সঙ্গে যোগাযোগ করা হয় আর প্রতিবারই তিনি ‘ভাবি জি ঘর পার হ্যায়’-এর সঙ্গে সংশ্লিষ্টতার জন্য তাদের ফিরিয়ে দেন। ‘ভক্তরা আমাকে জিজ্ঞাসা করার পর আমি ‘বিগ বস’দেখা শুরু করেছিলাম। এতে অংশ নেবার অনুভূতি বুঝতে না পারলেও দর্শক হিসেবে আমি এটি উপভোগ করি। আমি কোমল হৃদয় মানুষ, এতে যেসব বিবাদ হয় আমি তাতে খাপ খাওয়াতে পারব বলে মনে হয় না,’ তিনি বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ