Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমাকে বলা হত বিয়ের পর নায়িকা হওয়া যায় না : শুভাঙ্গি আত্রে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

জনপ্রিয় সিরিজ ‘ভাবিজি ঘর পার হ্যায়’-এর আঙ্গুরি ভাবি শুভাঙ্গি আত্রে জানিয়েছেন অভিনয় জগতে বিবাহিতাদের নিয়ে পক্ষপাতকে মোকাবেলা করতে হয়েছে তাকে। তিনি জানান এমন পক্ষপাত সত্যেও তিনি লেগে ছিলেন আর কঠোর পরিশ্রম করেছেন তাতে তিনি তার স্বপ্নের কাছে পৌঁছতে পেরেছেন। ‘খুব কম বয়সে আমার বিয়ে হয়ে যায়। এর পরও আমি মুম্বাই এসেছিলাম স্বপ্ন পূরণের আশায়। এখানে পৌঁছার পর সবাই বলত বিয়ের পর নায়িকা হওয়া যায় না। তবে আমি চেষ্টা চালিয়ে যাই। সবশেষে আমি লক্ষ্যে পৌঁছতে পেরেছি। আমার পরিবার আর স্বামী বরাবর আমার পাশে ছিল,’ তিনি বলেন। তিনি বলেন : ‘শৈশব থেকেই অভিনয়ে প্রতি আমার ভালবাসা ছিল, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত তাই এটা রয়ে যাবে। আমি সব সময় নিশ্চিত ছিলাম অভিনেত্রী হব, একেবারে শৈশব থেকে। আমার পরবারের সবাই, পড়শিরা, আর বন্ধুরা আমাকে নায়িকা বল। লজ্জা পেতাম তাতে। ছুটিতে প্রতি দিন চার পাঁচটা ফিল্ম দেখতাম, নিয়মিত টিভি দেখতাম,’ শুভাঙ্গি বলেন। ‘ভাবিজি ঘর পার হ্যায়’ ছাড়া তিনি ‘কস্তূরী’, ‘দো হাঁসো কা জোড়া’ এবং ‘চিড়িয়া ঘর’ সিরিয়ালগুলোতে অভিনয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ