মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইসলামিক স্টেট (আইএস)’র বিরুদ্ধে আন্তর্জাতিক জোটে ভূমিকা রাখার নতুন পরিকল্পনা প্রকাশ করবেন। সিরিয়ায় আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোট বোমা হামলা চালাচ্ছে। কানাডা এতদিন জোটের অংশ হিসেবে বোমা বর্ষণ করছিল। তবে এখন অটোয়া যুদ্ধবিমান প্রত্যাহারের পরিকল্পনা করছে। এটা এ যুদ্ধে অংশ নেয়া জোটের ওপর একটা প্রতীকী আঘাত। প্রধানমন্ত্রী ট্রুডো, পররাষ্ট্র মন্ত্রী স্টিফ্যান ডিওন ও প্রতিরক্ষা মন্ত্রী হারজিত সাজন গত সোমবার সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ম্যারি ক্লদ বিবিউ বলেন, আমরা একটা পরিকল্পনা ঘোষণা করতে চাই। এর মধ্যে সামরিক, কূটনীতি, মানবিক সহায়তা ও উন্নয়নের ক্ষেত্রে আমাদের ভূমিকার বিষয় অন্তর্ভুক্ত থাকবে। দায়িত্ব নেয়ার পর ট্রুডো আন্তর্জাতিক জোটের সদস্যদের বারবার যে কথাটি স্মরণ করিয়ে দিয়েছেন তা হল, তিনি আইএসের ওপর হামলা থেকে কানাডার বিমান প্রত্যাহার করতে চান। বিবিসি,রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।