Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের ৭ পর্বের ধারাবাহিক ‘গ্যাংস্টার গণি ভাই’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ৩:২৩ পিএম

আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে নির্মিত হয়েছে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘গ্যাংস্টার গণি ভাই’। ঈদের দিন থেকে প্রতিদিন বিকাল সাড়ে ৫টায় টানা ৭ দিন দীপ্ত টেলিভিশনে নাটকটি প্রচার হবে। নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন মোস্তফা মনন ও ফিরোজ কবির ডলার।

নাটকটির গল্পে দেখা যাবে, ঢাকায় এসে চাকরি না পেয়ে গণি ভাই হয়ে গেছে গ্যাংস্টার! তার নামে কাঁপে এখন পুরো শহর। চাঁদাবাজি হোক কী কিডন্যাপ, কী করে না গণি ভাইয়ের গ্যাং! গণি ভাইয়ের গ্যাং-এর সক্রিয় সদস্য ডানহাত রোমিও, বামহাত মজনু আর অজুহাত হীরামন। অজুহাতের মন পেতে তুমুল দুশ্চিন্তা ডান আর বামের! আর ওদিকে দুশ্চিন্তা গণি ভাইয়ের অন্য আরেক রকম-গ্রামে থাকা তার বউ আর মেয়ে যদি জেনে যায়, তার গ্যাংস্টার হয়ে যাওয়ার কথা, যদি কোনোদিন ধরা পড়ে যায় সে!

মানুষ যা ভাবেও না, কখনো কখনো তা হয়ে যায়। আর তাই তো গ্যাং বাড়িতে এসে উপস্থিত হয় গণি ভাইয়ের বউ মিতালি আর ছোট্ট কন্যা পাখি, যার ফলে সমূহ বিপদে পড়ে পুরো গ্যাং। বন্ধ হয়ে যায় তাদের কাজ। খারাপ মানুষগুলো নিজেদের ভালো হিসেবে উপস্থাপন করতে গিয়ে পড়তে থাকে মজার মজার বিপদে। সেই বিপদ চরমে উঠলে গ্যাং-এ দেখা দেয় বিদ্রোহ। কোন দিক সামলাবে গণি ভাই, নিজের গ্যাং নাকি পরিবার? এবার কি সত্যিটা প্রকাশ হয়েই পড়বে নাকি গণি ভাই বরাবরের মতো সামলে নিতে পারবে সব কিছু? দেখতে হলে চোখ রাখতে হবে দীপ্ত টেলিভিশনে।

নাটকটির চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক এবং সংলাপ লিখেছেন কলিন রড্রিক। ‘গ্যাংস্টার গণি ভাই’-এ অভিনয় করেছেন মীর সাব্বির, তানজিকা আমিন, সুজাত শিমুল, তানভীর, মাসুদ, রোদেলা মির্জা, আনন্দ খালেদ, শিশুশিল্পী মৌমিতা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্যাংস্টার গণি ভাই
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ