প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ঈদুল আযহা উপলক্ষে নির্মিত হয়েছে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক গ্যাংস্টার গণি ভাই। এর চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক এবং সংলাপ কলিন রড্রিকের। নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন মোস্তফা মনন ও ফিরোজ কবির ডলার। অভিনয় করেছেন মীর সাব্বির, তানজিকা আমিন, সুজাত শিমুল, তানভীর, মাসুদ, রোদেলা মির্জা, আনন্দ খালেদ, শিশুশিল্পী মৌমিতা প্রমুখ। নাটকটির গল্পে দেখা যাবে, ঢাকায় এসে চাকরি না পেয়ে গণি ভাই হয়ে গেছে গ্যাংস্টার। তার নামে কাঁপে এখন পুরো শহর। চাঁদাবাজি, কিডন্যাপ থেকে শুরু করে সব অপকর্ম করে গণি ভাইয়ের গ্যাং। গণি ভাইয়ের গ্যাং-এর সক্রিয় সদস্য ডানহাত রোমিও, বামহাত মজনু আর অজুহাত হীরামন। অজুহাতের মন পেতে তুমুল প্রতিযোগিতা হয় ডান আর বামের। ওদিকে দুশ্চিন্তা গণি ভাইয়ের। গ্রামে থাকা তার বউ আর মেয়ে যদি জেনে যায়, তার গ্যাংস্টার হয়ে যাওয়ার কথা। যদি কোনোদিন ধরা পড়ে যায় সে, তখন কি হবে? এই রকম একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিকটি। এটি দীপ্ত টেলিভিশনে প্রচার হবে। ঈদের দিন থেকে প্রতিদিন বিকাল সাড়ে ৫টায় টানা ৭দিন চ্যানেলটিতে নাটকটি প্রচার হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।