Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় আজ ৮৯ জনকে ৬৩ হাজার টাকা জরিমানা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ১০:০১ পিএম

কঠোর বিধি নিষেধ আরোপের প্রেক্ষিতে দিনব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযানে খুলনায় ৮৯ মামলায় ৮৯ জনকে ৬৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার (১১ জুলাই) সারাদিন খুলনা মহানগরী ও ৯ উপজেলায় এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, দেশব্যাপী করোনা সংক্রমণের হার দ্রুত বেড়ে যাওয়ায় গত ১ জুলাই থেকে সারাদেশে কঠোর বিধি-নিষেধ আরোপিত হয়েছে। সারাদেশের ন্যায় খুলনাতেও সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিতকল্পে আজ সকাল থেকেই মহানগরে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলায় স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-গণের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

খুলনা মহানগরী ও উপজেলায় স্বাস্থ্যবিধি প্রতিপালন ও কঠোর বিধি নিষেধ নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনাকালে মোট ৮৯টি মামলায় ৮৯ জনকে ৬৩ হাজার ২০০টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনীসহ সকল সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সহায়তা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ