Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা

নেত্রকোনায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নেত্রকোনা সাংবাদিক সমাজের উদ্যোগে গতকাল সোমবার সকালে নেত্রকোনা পৌর ভবনের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে সাংবাদিকদের ওপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, নেত্রকোনা সাংবাদিক সমিতির সহ-সভাপতি এ কে এম আব্দুল্লাহ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলপনা বেগম ও কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি লাইমুন হোসেন ভূঁইয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলনে নতুন জেলা কমিটি ঘোষণা করাকে কেন্দ্র করে চরম হট্টগোল, চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুরের ছবি তুলতে গিয়ে কতিপয় উচ্ছৃঙ্খল যুবকের হামলায় তিন সাংবাদিক আহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ