রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা
টেকনাফে পেশাগত দায়িত্ব পালনকালে গত ১৩ মে হামলার শিকার ৬ সাংবাদিকের কেড়ে নেওয়া মালামাল অবিলম্বে উদ্ধার ও হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার না হলে সাংবাদিকরা লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। বক্তারা বলেন, হামলাকারী নুরুল হক ভূট্টো স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও তার বাহিনী এখনো ধরাছোঁয়ার বাইরে। সাংবাদিকদের লুট হওয়া মূল্যবান মালামাল এখনো উদ্ধার না হওয়ায় পুলিশের তৎপরতা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। বক্তারা আরো বলেন, সাংবাদিকরা সমাজের নানা অসংগতি, অন্যায়, অত্যাচার, অনিয়মের খবর প্রকাশ করে জাতিকে জানান দেন। ইয়াবা একটি মরণ নেশা। এই ইয়াবা টেকনাফ থেকে সারা দেশে সরবরাহ করে জাতিকে ধ্বংস করা হচ্ছে। এই চক্রের অন্যতম নুরুল হক ভূট্টোসহ তার আত্মীয়-স্বজন ও বাহিনীর সদস্যরা ইয়াবার সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিভিন্ন সময় হুমকি ধমকি প্রদান করে আসছিল। এই নুরুল হক ভূট্টো, তার আতœীয়-স্বজন ও তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ইয়াবা পাচার, হত্যা, ডাকাতি, জমি দখল সহ বিভিন্ন অভিযোগে ডজন ডজন মামলা রয়েছে। বক্তারা নুরুল হক ভূট্টো সহ সকল ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সেই টেকনাফ বক্তারা অনতিবিলম্বে টেকনাফ থানার ওসি আবদুল মজিদে প্রত্যাহারের দাবি করেন বক্তারা। গতকাল বৃহস্পতিবার ১১টায় টেকনাফ সাংবাদিক ইউনিটির আয়োজনে টেকনাফ বাস স্টেশনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা এ কথা বলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।