মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো মুসলিম শিক্ষার্থীদের নামাজের জন্য আলাদা রুম বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টিতে মুসলিম ছাত্রদের সংখ্যা বৃদ্ধি এবং তাদের আবেদনের প্রেক্ষিতে নামাজের জন্য দুটি রুম বরাদ্দ দেয়া হয় বলে কর্তৃপক্ষ সূত্র জানা যায়। বরাদ্দকৃত রুমের একটিতে ছাত্রী ও অন্যটিতে ছাত্ররা নামাজ আদায় করবে। নামাজের স্থানের পাশে অজুর ব্যবস্থাও রয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মসজিদ পরিদর্শন এবং রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিমবিরোধী অবস্থানের মাঝে এই সাহসী সিদ্ধান্ত নিল আইওয়া বিশ্ববিদ্যালয়। আইওয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা লিন রিংটোন জানিয়েছেন, আইওয়া বিশ্ববিদ্যালয় একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। আমরা চাই যেন সব ছাত্র বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধার ওপর সন্তুষ্ট থাকে। তিনি বলেন, এমন অনেক ছাত্র ছিল যারা নামাজ পড়ার জন্য শূন্য জায়গার সন্ধান করতো। এমনও শোনা গেছে যে, কোনো কোনো ছাত্র করিডোরে নামাজ আদায় করে। অতএব, ছাত্রদের এ চাহিদা পূরণ করতে গুরুত্বপূর্ণ এ পদক্ষেপ গৃহীত হয়েছে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।