বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী সর্বাত্মক লকডাউন চলছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তাই লকডাউন বাস্তবায়নে টাঙ্গাইলের সখিপুর উপজেলা প্রশাসন মাঠপর্যায়ে সচেতনতা বাড়ানো ও স্বাস্থ্যবিধি অমান্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান প্রতিদিনই অব্যাহত রয়েছে। তবু বাড়ছে না জনসচেতনতা। ভ্রাম্যমান আদালত আসলে খোলা একটি দোকানের সাটার বন্ধ করে দেয়, চলে গেলে পূনরায় খোলে বসে থাকে।
প্রতিদিনের মতো আজ ১১ জুলাই (রবিবার) লকডাউনের ১১তম দিনে দিনব্যাপী সখিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী এবং সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা পৃথকভাবে এ অভিযান পরিচালনা করেন।এসময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী জানান লকডাউন অমান্য করায় উপজেলার দাঁড়িয়াপুর ও ছিলিমপুরসহ মোট ৭ মামলায় ৩ হাজার ৪শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় তিনি আরো জানান আমাদের উপজেলায় করোনা সংক্রমণের হার আগের তুলনায় অনেক বেশি। অন্যদিকে মানুষজনও স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে উদাসীন। তাই সখিপুর উপজেলা প্রশাসন লকডাউন বাস্তবায়নে তৎপর রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।