বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরে গত ২৪ ঘন্টায় , জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৬ জনের। আক্রন্তর সংখ্যা ১৬৮ জন জেলার বিভিন্ন হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছে ৩৮৮ জন।
তারপরও কমছে না হাসপাতালে রোগী/ রোগীনির ভীড়। ফরিদপুর সদর হাসপাতাল এবং বঙ্গ বন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে কোথাও তিল ফেলানো জায়গা নাই।
চারিদিক শুধু আর্তচিৎকার। কখনও মানুষ বাঁচানো গ্যাস থাকে আবার কখনও থাকে না। হাসপাতালের আইসিইউতে এবং সিসিইউতে শোনা যায় বাবা মা ও বোন হারানোর আত্মচিৎকারের।
সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাতভর চলে লাশের মিছিল।
থেমে থেমে শোনা যায় লাশ টানা অথবা করোনায় আক্রন্ত হয়ে মুমুর্ষ রোগী নিয়ে আসা এ্যাম্বুলেন্সের হুইসাল বাজানো শদ্ব।
ফরিদপুর সাবেক মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের করোনা ওয়ার্ডের,, মা,, আমেনা বেগম বেড নং - ১ কে নিয়ে, ভর্তি আছেন, বিশিষ্ট ঠিকাদার জনাব, মিঠু মিয়া।
তিনি প্রতিনিধি কে জানান,হাসপাতালের ভিতরের চিত্র কোন সুস্হ মানুষ দেখলে সেও অসুস্থ হয়ে পরবেন।
চিকিৎসা ব্যবস্হা নিয়ে তিনি বললেন, প্রতি ২৪ ঘন্টায় হটাৎ করে ২৫/৩০ মিনিটের জন্য অক্মিজেন সরবরাহ সমস্যা দেখা দেয়। এই সমস্যা হলেই মিনিটের ভিতর ৩/৪ জন লোক মারা যায়।
এই বিষয় হাসপাতালের পরিচালক ডাঃ অধ্যাপক সাইফুর রহমান বললেন, মেশিনও মেকানিক্যাল জটিলতা এটা কারো ইচ্ছাকৃত সমস্যা নয়।
মিঠু মিয়া আরো বলেন,যখনই সেন্টাল অক্মিজেন সাপ্লাইয়ের পেসার কমে যায়, তখনই রোগী/ রোগীনিদের শ্বাস নিতেও খুব কষ্ট হয়।
এ কারনে অক্মিজেন পাওায়ার ও সাপ্লাই কমে আসলেই জবাই করা পশুর / পাখীর মত দুই তিনটা ছাট দিয়ে মানুষ মরে যায়। এমন চিত্র দৃশ্যমান।
গত ৫ দিনে তিনি চোখের সামনে ১৪ জন মরতে দেখছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।