Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাগড়াছড়িতে করোনায় মৃত্যু ০১ সনাক্ত ৬৩

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ৬:৫৮ পিএম

গত ২৪ ঘণ্টায় খাগড়াছড়িতে ২৪৩জনের নমুনা
পরীক্ষা করে সনাক্ত হয়েছে ৬৩জনের। মৃত্যু হয়েছে আরও ০১জন। ৬৩জনের মধ্যে খাগড়াছড়ি সদরের ৪৬জন, মাটিরাঙ্গার ০৭জন, পানছড়ির ০৬জন, দিঘীনালার ০২জন এবং রামগড়ের ০২জন।

রবিবার (১১জুলাই ২০২১খ্রিঃ) খাগড়াছড়ির জেলা সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলায় আজ পর্যন্ত ৯হাজার ১শ ৬৮জনের নমুনা পরীক্ষা করা হয়। তারমধ্যে সনাক্ত হয়েছে ১হাজার ৫শ ৬৬ জন। সনাক্তের হার ১৭ দশমিক ০৯ শতাংশ। জ্বর ও কাশি থাকলে অবহেলা না করে হাসপাতালে দ্রুত এসে করোনা পরীক্ষা করতে হবে। আতঙ্কিত না হয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

জেলার সিভিল সার্জনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২শ ৪৩জনের নমুনা পরীক্ষা করে সনাক্ত হয়েছে ৬৩জন। সনাক্তের হার ২৫ দশমিক ৯৩শতাংশ এবং মৃত্যু হয়েছে এক (০১) জন। এখন পর্যন্ত জেলায় মোট ৯হাজার ১শ ৬৮ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত হয়েছে ১হাজার ৫শ ৬৬জন। সনাক্তের হার ১৭দশমিক ০৯শতাংশ। চলতি মাসে ১হাজার ২শ ৭২ জন করোনা পরীক্ষা করেছেন। তারমধ্যে সনাক্ত হয়েছে ৪শ ০৬ জন। সনাক্তের হার ৩১দশমিক ৯২শতাংশ। বর্তমানে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে ৩৪জন রয়েছেন। তারমধ্যে পজিটিভ রোগীর সংখ্যা ১৪ জন, সন্দেহজনক রোগীর সংখ্যা ২০ জন। এখন পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ১৩জনের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ