বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুর জেলা আওয়ামিলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাষ্টার অমূল্য রন্জন হালদার করোনায় আাক্রান্ত হয়েছেন ।তিনি শারিরিক ভাবে বেশী জ্বর ও সর্দি অনুভব হওয়ায় করোনা নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আাসে ।নাজিরপুর উপজেলা স্বাস্ত্য কমপেলেক্সের ( প,প ) কর্মকর্তা ডা : ফজলে বারী এ তথ্য নিশ্চিত করেছেন ।তিনি আারও বলেন গতকাল ( ১০ই জুলাই ) স্যার র্যাপিট টেস্ট দিয়েছিলেন হাসপাতালে এসে তখনই তার পজেটিভ আাসে ।তার পরে ঔই টেস্ট আামরা আরটি পিসি আারে পাঠিয়েছি ।এখন তিনি হোম আাইসোলেশনে আাছেন। তাকে হোম আাইসোলেশনে চিকিঁসা দেওয়া হচ্ছে । করোনার শুরু থেকেই নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাষ্টার অমূল্য রন্জন হালদার প্রতিদিনই তার অফিস করতেন ।তার সুস্ততার জন্য দেশবাসির কাছে আশির্বাদ প্রার্থনা করেছেন ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।