Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একদিনে ৬০২ জনের দেহে করোনার থাবা সিলেটে, মারা গেছেন ৭

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ৩:১৭ পিএম

গত চব্বিশ ঘন্টায় আরও ৬০২ জন আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়েছেন সিলেটে। একই সময়ে মারা গেছেন আরও ৭ জন। আক্রান্তের দিক দিয়ে সিলেটে এটাই সর্বোচ্চ। এর আগে (৯ জুলাই) এক দিনে করোনাক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়েছিলেন সর্বোচ্চ ৪৪২ জন। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র
জানায়, আজ রোববার সকাল ৮টা অবধি বিভাগের চার জেলার ১ হাজার ৪৩৬ জনের নমুনা পরীক্ষায় করোনাক্রান্ত ৬০২ জন সনাক্ত হয়েছেন। এর মধ্যে ২১৫ জন সিলেট জেলার শুধূ। এছাড়া সুনামগঞ্জের ৮৮ জন, মৌলভীবাজারের ১৪২ জন ও ৮৭ জন রয়েছেন হবিগঞ্জ। এছাড়া ৭০ জন করোনাক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়েছেন সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের। বিভাগে সনাক্তের হার ৪১.৯২ ভাগ। একই সময়ে মারা যাওয়া ৭ জনের মধ্যে সিলেট জেলারই ৬ জন। অপরজন সুনামগঞ্জের বাসিন্দা। সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ১৪০ জন। এদের মধ্যে ১০৫ জন সিলেটের, ৫ জন সুনামগঞ্জের, ২৭ জন মৌলভীবাজারের ও হবিগঞ্জের ৩ জন। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. সুলতানা রাজিয়া জানান, এ নিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৪৩ জনে। তন্মধ্যে সিলেট ১৯ হাজার ৩৮২ জন, সুনামগঞ্জের ৩ হাজার ৩৩০ জন, হবিগঞ্জ জেলার ৩ হাজার ১৭০ জন ্ও ৩ হাজার ৬৬১ জন রয়েছেন মৌলভীবাজারের। তিনি জানান, বিভাগে সবমিলিয়ে মারা গেছেন ৫২৪ জন। এদের মধ্যে সর্বোচ্চ ৪২৫ জন সিলেটের, সুনামগঞ্জের ৩৭ জন, মৌলভীবাজারের ৪০ জন ও ২২ জন মারা গেছেন হবিগঞ্জের ।

করোনা থেকে এখন অবধি সবমিলিয়ে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৮৭২ জন। এদের মধ্যে সিলেটের ১৭ হাজার ৫৭ জন, সুনামগঞ্জের ২ হাজা র৮৭৫ জন, মৌলভীবাজারের ২ হাজার ৮০৮ জন ও ২ হাজার ১৩২ জন রয়েছেন হবিগঞ্জের। অপরদিকে, বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩১৩ জন করোনা রোগী



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ