Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীতে করোণা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু ১৪৪ জন আক্রান্ত

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ৩:০৪ পিএম

গত ২৪ ঘন্টায় ঈশ্বরদী উপজেলায় করোনায় ১ জনের মৃত্যু ও ১৪৪ জন আক্রান্ত হয়েছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণকারী এই মহিলার নাম তাজলিমা (৫৫)। সে ঈশ্বরদী পৌর এলাকার সাফাত আলীর স্ত্রী। প্রচন্ড অসুস্থতা নিয়ে গত পরশুদিন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন। আজ সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। অন্যদিকে ৮১০ জন এর নমুনা পরীক্ষা করে ১৪৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মাধ্যমে সংগ্রহকৃত ৯৫ জনের নমুনায় ২৯ জন পজেটিভ এবং বেসরকারিভাবে সংগ্রহকৃত ৭১৫ জনের নমুনায় ১১৫ জন পজেটিভ এসেছে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আসমা খান উপরোক্ত তথ্যসমূহ নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ