Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দক্ষিনাঞ্চলে সর্বোচ্চ করোনা সংক্রমনের সাথে আরো ৫ জনের মৃত্যু

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ২:৪৩ পিএম

নমুনা পরিক্ষা আগের দিনের প্রায় তিনগুনে পৌছার মধ্যে দক্ষিণাঞ্চলে রোববার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় এযাবতকালের সর্র্বোচ্চ,৭১০ জন করোনা সনাক্তের পাশাপাশি আরো ৫ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এসময়ে পিরোজপুরে দুইজন ছাড়াও পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠীতে আরো ১জন করে মারা গেছেন। যারমধ্যে ৪ জনই নারী। এসময়ে শুধু বরিশাল মহানগরীতেই ১১৯ জনের করেনা আক্রান্তের খবর পাওয়া গেছে।এসময়ে প্রতিটি জেলাতেই সংক্রমন বেড়েছে।
গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৫৬ জনের নমুনা পরিক্ষায় সনাক্তের হার প্রায় ৫৬%। এনিয়ে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় এপর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৯৪৫ জনের নমুনা পরিক্ষায় ২২ হাজার ১০৯ জনের করোনা পজিটিভ সনাক্ত হল। মারা গেছেন ৩৪৯ জন। মৃত্যুহার ১.৬৮% হলেও সনাক্তের হার গত ১০ দিনে ২.০৭% বেড়ে এখন ১৭.৩৬%। চলতি মাসের প্রথম ১১ দিনেই ১১ হাজার ৪১ জনের নমুনা পরিক্ষায় ৪ হাজার ৫৩৬ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। সনাক্তের হার ৩৫%-এর বেশী। এসময়ে মৃত্যু হয়েছে ৪৫ জনের। যা এযাবতকালের যেকোন সময়ের ১০দিনে সর্বাধীক মৃত্যুর রেকর্ড।
রোববার দুপুরের পূর্ববর্র্তি ২৪ ঘন্টায় ৭১০ জন নতুন সনাক্তের মধ্যে মহানগরী সহ বরিশাল জেলায় সংখ্যাটা এ যাবতকালের সর্বোচ্চ, ২১১ জন। ঝালকাঠীতে ১৯০,পিরোজপুরে ১৬০ এবং পটুয়াখালী ও বরগুনাতে ৫৭ জন করে আর ভোলাতে ৩৫ জনের করোনা পজিটিভ সনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বরিশল মহানগরীতে আগেরদিনের ১৬৫ জনের স্থলে রেরববার ১১৯ জনের করোনা অক্রান্তের কথা জানা গেছে। এনিয়ে মহানগরীতে আক্রান্তের সংখ্যা দাড়াল ৬ হাজার ৭০৪ জনে। মারা গেছেন ৭১জণ। বরিশাল জেলায় আক্রান্ত ৯ হাজার ৩৯৬ জনের মধ্যে মৃত্যু হয়েছে ১৩৮ জনের।
পিরোজপুর ও ঝালকাঠীর পরিস্থিতি এখনো ভয়াবহ। ছোট জেলা ঝালকাঠীতে গত ২৪ ঘন্টায় ২৯৪ জনের নমুনা পরিক্ষায় ১৯০ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। সনাক্তের হার প্রায় ৬৫%। এসময়ে জেলার রাজাপুরের ৬০ বছর বয়স্কা এক নারী স্থানীয় হাসপাতালে মারা গেছেন। ফলে ৪ উপজেলার এ জেলাতে ইতোমধ্যে ২ হাজার ৬৭৪ জন আক্রান্তের মধ্যে ৪২ জনের মৃত্যু হল।
খুলনা-বাগেরহাট সীমান্তের পিরোজপুরে করোনা সংক্রমিতের সংখ্যা ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। জেলাটিতে গত ২৪ ঘন্টায় ৩১৫ জনের নমুনা পরিক্ষায় ১৬০ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। সনাক্তের হর প্রায় ৫০%। এসময়ে কাউখালী ও সদর উপজেলায় দুজনের মৃত্যু হয়েছে পিরোজপুর জেনারেল হাসপাতালে। ফলে জেলাটিতে ৩ হাজার ১০৩ জন আক্রান্তের মধ্যে ৫১ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ জেলায় সংক্রমনের হার দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ,২৩.৯৯%। আর মৃত্যুহারও তৃতীয়, ১.৬৪%।
বরগুনাতেও গত ২৪ ঘন্টায় ১২৩ জনের নমুনা পরিক্ষায় ৫৭ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। সনাক্তের হার প্রায় ৪৭%। ছোট জেলাটিতে এপর্যন্ত ১৪ হাজার ৯৯০ জনের নমুনা পরিক্ষায় ১ হাজার ৮৩৭ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। গড় সনাক্তের হার দক্ষিণাঞ্চলের সর্বনি¤œ ১১.৬৫% হলেও মারা গেছেন ৩৪ জন। মৃত্যুহার দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ ১.৮৫%।
শণিবার পটুয়াখালীর কলাপাড়ায় ৯০ বছর বয়স্কা এক নারীর মৃত্যুর ফলে মোট সংখ্যাটা ৫৮ জনে উন্নীত হল। গত ২৪ ঘন্টায় ১৫৬ জনের নমুনা পরিক্ষায় জেলাটিতে ৫৭ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলাটিতে এপর্যন্ত মোট ২২ হাজার ৩৪৯ জনের নমুনা পরিক্ষায় সনাক্তের সংখ্যা ২ হাজার ৮৪৩। জেলাটিতে গড় সনাক্তের হার দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বনি¤œ, ১১.৯১ % হলেও মৃত্যুহার সর্বোচ্চ ২.০৪%।
ভোলাতেও গত ২৪ ঘন্টায় সনাক্তের সংখ্যা আগের দিনের দ্বিগুনেরও বেশী ১৭ থেকে ৩৫-এ উন্নীত হয়েছে। গত ২৪ ঘন্টায় ১১৩ জনের নমুনা পরিক্ষায় উল্লেখিত করোনা রোগী সনাক্তের ফলে জেলাটিতে মোট করেনা সংক্রমন সংখ্যা ২ হাজার ২৫৬ জনে উন্নীত হল। মৃত্যু হয়েছে ২৬ জনের। জেলাটিতে সংক্রমন হার ১৩.৫৪% হলেও মৃত্যুহার দক্ষিনাঞ্চলের সর্বনি¤œ, ১.১৫%।
আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় ৭০ জন সহ সর্বমোট ১৫ হাজার ৭৬৪ জন সুস্থ হয়ে উঠেছেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। সুস্থতার হার ৭১.৩০% । যা মাসের শুরুতে ছিল প্রায় ৮৫%।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ