বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গাড়ি চালানো ও দোকান খোলা রাখা এবং মাস্ক পরিধান না করে স্বাস্থ্য বিধি লঙ্ঘনের দায়ে ৮ জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত ।
উপজেলার সদর বাজারসহ বিভিন্ন স্থানে ১০ জুলাই শনিবার বিকেলে সেনাবাহিনীর সাথে সমন্বয়ে টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান, সরকারের ঘোষিত কঠোর লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা ও মাস্ক পরিধান না করে স্বাস্থ্য বিধি লঙ্ঘনের দায়ে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮, ২৪ এর ধারায় ৭ জনকে এবং সড়ক ও পরিবহন আইন ২০১৮, ৯২ এর ১ ধারা অনুযায়ী ১ জন সহ মোট ৮ জনের নিকট থেকে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় পরিচালিত ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনীর সদস্যবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।