মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের সিয়াচেন হিমবাহে ছয় দিন আগে তুষারধসে চাপা পড়েছিলেন ভারতের ১০ জন সেনাসদস্য। তাদের মধ্যে একজনকে জীবিত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাটিকে অলৌকিক হিসেবে বর্ণনা করা হচ্ছে। সেনাবাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সিয়াচেন হিমবাহের উত্তরাংশে ভারতীয় সেনাবাহিনীর একটি কেন্দ্রে গত বুধবার তুষার ধস হয়। এতে ১০ জন সেনাসদস্য চাপা পড়েন। উদ্ধার অভিযান চলাকালে গতকাল সোমবার এক সেনাকে জীবিত পাওয়া যায়। অন্যরা আর বেঁচে নেই। জীবিত সেনাসদস্যের নাম ল্যান্স নায়েক হানামানথাপ্পা। তিনিসহ অন্যরা তুষারের নিচে চাপা পড়েছিলেন।
গত সোমবার রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, হানামানথাপ্পাকে জীবিত পাওয়া গেছে। অন্যরা আর নেই। সেনাবাহিনী বলছে, হানামানথাপ্পার অবস্থা গুরুতর। তাকে উদ্ধার করে নয়াদিল্লির সামরিক হাসপাতালে নেয়া হচ্ছে। শেষ রক্ষা হবে বলে প্রত্যাশা কর্মকর্তাদের। গণমাধ্যমের খবরে জানানো হয়, তুষারধসের পর সেনা ও বিমানবাহিনীর বিশেষজ্ঞ দল তল্লাশি অভিযান শুরু করে। নিখোঁজ সেনাদের জীবিত পাওয়ার সম্ভাবনা কমই ছিল। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুঃখ প্রকাশ করে টুইটারে বার্তাও দিয়েছেন। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।