বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ায় কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ ঈদুল আযহায় কোরবানির পশু বেচাকেনা করতে বগুড়ায় হাটের সংখ্যা বাড়ানো এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “গরুর হাট” পেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে।
মানুষের ভিড়ের মধ্যে কোরবানির পশু কিনতে হাটে যাওয়াকে নিরুৎসাহিত করতেই ফেসবুক ভিত্তিক পেজ করা হচ্ছে। চলতি বছর বগুড়ার পশু খামারিদের কাছে কোরবানি যোগ্য পশু প্রস্তুত আছে ৩ লাখ ৭০ হাজার।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম বলেন, কোভিড কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে বগুড়ায় দুটি ফেসবুক পেজে এবং একটি অনলাইন অ্যাপস তৈরী করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ফেসবুক অনলাইন পশুরহাট বগুড়া ও প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে “বগুড়া পশুর হাট” ফেসবুক পেজ থাকবে। ক্রেতারা তাদের পছন্দের পশু এই পেজে গিয়ে কেনা কাটা করতে পারবেন। এ ছাড়া সিরাজগঞ্জ থেকে একটি পশুর হাটের অ্যাপস থাকবে।
এবার করোনা সংক্রমণ বাড়ায় গত বছরের তুলনায় এবার বগুড়ায় হাটের সংখ্যা বাড়ানো হয়েছে। গত বছর বগুড়ায় হাটের সংখ্যা ছিল ৭২ টি । এবার সেই সংখ্যা বাড়িয়ে ৮৬ টি হাট করার পরিকল্পনা আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।