Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আজ চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ১২:০২ এএম

আজ চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন। জন্মদিন নিয়ে বিশেষ কোন আয়োজন নেই পূর্ণিমার। করোনার এই ক্রান্তিকালে পরিবারের সাথেই সময় কাটবে তার। ঘরোয়াভাবে একান্ত আপনজনদের সাথেই জন্মদিনটি তিনি পালন করবেন। এদিকে পূর্ণিমা’কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা বলেন, ‘পূর্ণিমাকে আমার মেয়ের মতোই স্নেহ করি, আদর করি। ভালো একজন অভিনেত্রী এবং একজন ভালো মানুষ।’ ববিতা বলেন, ‘পূর্ণিমার অভিনীত প্রথম সিনেমায় আমি ছিলাম। তখন সে অনেক ছোট। এখনতো অভিনয়ে বেশ পরিপক্ক। চলচ্চিত্রতো একটি পরিবার। আমাদের পরিবারেরই মেয়ে পূর্ণিমা। তার জন্য অনেক দোয়া। আল্লাহ তাকে ভালো রাখুন।’ ফেরদৌস বলেন, ‘চলচ্চিত্রে পূর্ণিমা আমার সবচেয়ে ভালো বন্ধু। আমার বিপদে আপদে সুখে দু:খে নানান কথা তার সঙ্গেই সবচেয়ে বেশি শেয়ার করি। অভিনয়ে পূর্ণিমা পরিপূর্ণ, পরিণত। এই সময়ে তাকে ভালো ভালো গল্পে অনেক চ্যালেঞ্জিং চরিত্রগুলোতে ভালোভাবে কাজে লাগানো যেতে পারে। মেধাবী পরিচালকদেরই সেই উদ্যোগ নিতে হবে। সমস্যা হচ্ছে, একজন শিল্পী যখন অভিনয়ে পরিপূর্ণ হয়ে উঠে বাংলাদেশের প্রেক্ষাপটে তখনই তার কাজ কমতে থাকে। এটা কোনভাবেই ঠিক নয়। পূর্ণিমার জন্মদিনে অনেক অনেক শুভ কামনা। সে তার পরিবারকে নিয়ে ভালো থাকুক সবসময়।’ উল্লেখ্য, ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত চিত্রনায়ক রিয়াজের বিপরীতে ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে সিনেমায় নায়িকা হিসেবে পূর্ণিমার যাত্রা শুরু হয়। প্রথম সিনেমায় অভিনয়ের মধ্যদিয়েই আলোচনায় চলে আসেন তিনি। তারপর তিনি অসংখ্য সিনেমায় অভিনয় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পূর্ণিমার জন্মদিন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ