Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে গাড়ির নম্বরপ্লেট নথি চোরচক্রের সদস্য গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২১, ৮:১৩ পিএম

অটোরিকশার নম্বরপ্লেট ও নথি চুরি করে মালিকের কাছ থেকে টাকা আদায়কারী একটি সংঘবদ্ধ চক্রের সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে নগরীর পাহাড়তলী বারো কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) নোবেল চাকমা জানান গ্রেফতার খোরশেদ আলম (২৮) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার লালটিলা মুজিবনগর এলাকার বাদশা আলমের ছেলে।

গ্রেফতার খোরশেদের কাছ থেকে চুরি করা পাঁচটি সিএনজি অটোরিকশার নম্বরপ্লেট ও দুটি নথি উদ্ধার করা হয়েছে। সে নগরীতে অটোরিকশা চালায়। খোরশেদ বিভিন্ন গ্যারেজ থেকে কৌশলে অটোরিকশার নম্বরপ্লেট এবং নথি চুরি করে নেয়। এরপর মালিকের নম্বরে ফোন করে টাকা দাবি করে। চাহিদা অনুযায়ী টাকা পাওয়ার পর সে নির্দিষ্ট একটি স্থানে সেগুলো রেখে যায়। এরপর মালিক সেখান থেকে সংগ্রহ করে। সে একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তৌহিদ নামে একজন তাদের দলনেতা। তারা শুধু অটোরিকশা নয়, ট্রাক-কাভার্ড ভ্যানের নম্বরপ্লেট-নথি চুরি করে একই কায়দায় টাকা আদায় করে। কাভার্ড ভ্যানের নম্বরপ্লেট ও নথি চুরির কয়েকটি অভিযোগ তদন্ত করতে গিয়ে খোরশেদের সন্ধান পাওয়া যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ