Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিজিটালে এশা দেওলের অভিষেক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ১২:০২ এএম

অজয় দেবগন অভিনীত ‘রুদ্র : দি এজ অফ ডার্কনেস’, ওয়েব সিরিজ দিয়ে ডিজিটাল মাধ্যমে এশা দেওলের অভিষেক হতে যাচ্ছে। ব্রিটিশ জনপ্রিয় সিরিজ ‘লুথার’-এর ভারতীয় সংস্করণ এই সিরিজ। “দীর্ঘ দিন পর অজয় দেবগনের সঙ্গে অভিনয় করার অপেক্ষায় আছি। অনেকগুলো ফিল্মে আমরা একসঙ্গে অভিনয় করেছি। একজন অভিনয়শিল্পী হিসেবে আমি এমন কাজ নিতে চাই যাতে নতুন কিছু করা যায় এবং দর্শকদের সঙ্গে যাতে একাত্ম হওয়া যায়। এটি এমন এক পুলিশ ড্রামা যা আগে ভারতীয় পটভূমিতে দেখা যায়নি। ওটিটি প্ল্যাটফর্মের সাফল্যের ধারায় আমি কাজ শুরু করতে পুরো তৈরি,” এশা বলেন। এশাকে সর্বশেষ ২০১৯-এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কেকওয়াক’-এ দেখা গেছে। তিনি ইতোপূর্বে অজয়ের বিপরীতে ‘ম্যায় এয়সা হি হুঁ’ (২০০৫), ‘এলওসি কারগিল’ (২০০৩) এবং ‘যুবা’ (২০০৪) ফিল্মগুলোতে অভিনয় করেছেন। “এশা দেওল ’রুদ্র : দি এজ অফ ডার্কনেস’ সিরিজে যুক্ত হওয়াতে আমরা নিশ্চিত সিরিজটি আরও এক ধাপ এগিয়ে যাবে আর কাহিনীতে আরও ঝলক যোগ হবে। ডিজনি প্লাস আর হটস্টার ভিআইপির দীর্ঘস্থায়ী সম্পর্ক আরও শক্ত হবে,” অ্যাপ্লজ এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী সামির নায়ার বলেন; অ্যাপ্লজ এন্টারটেইনমন্ট সিরিজটি বিবিসি স্টুডিওস সঙ্গে হটস্টার স্পেশালসের সঙ্গে সিরিজটি প্রযোজনা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এশা দেওল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ