বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সৈয়দপুরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন নীলফামারী জেলা প্রশাসক মো: হাফিজুর রহমান চৌধুরী। আজ (১০ জুলাই) শনিবার উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ নামক স্থানে ২য় ধাপে নির্মিত ৫১টি ঘর পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রমিজ আলম, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ওই ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম লোকমান।
জানাযায়, আশ্রয়ণ প্রকল্পে নির্মিত ঘরনিয়ে সারাদেশের ন্যায় সৈয়দপুর উপজেলার অভিযোগ উঠলে তা দেখতে সরজমিনে আসেন নীলফামারী জেলা প্রশাসক।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুল মোমিন জানায়, এ আশ্রয়ণে ছোট্ট খাটো সমস্যা দেখা দিয়েছে। যা ধরার মত নয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল, টিনের উপরে পেরেক (খিল) মারাহলে দু-একটিতে সাপটিং হিসেবে রাবার বাদ পরায় ওই খিল দিয়ে পানি চুঁয়ে পড়েছিল। আর দেয়ালে ফাটন দেখা যায়নি। তবে একটি পিলারে সামান্য ফাটল দেখায় তা ঠিক করা হয়েছে। জানালা ভাঙ্গার বিষয়ে জানতে চাইলে বলেন। কিছু অসাধুলোক রাতের আাঁধারে পিলারে ও জানালায় আঘাত করলে পিলারে ও জানালার ওই অবস্থা হয়। একই ভাবে কামারপুকুর নিজবাড়ী আশ্রয়ণ প্রকল্পেও একই কাজ করছে দুর্বৃত্তরা। প্রশাসনকে বলা হয়েছে নিয়মিত পুলিশ টহল দিতে। ছোট্ট খাটো সমস্যাগুলো ইতোমধ্যে সমাধান করা হয়েছে। বর ধরনের কোন সমস্যা দেখা যায়নি।
গতকাল গভীর রাতে কিছু ব্যাক্তি আশ্রয়ণের ঘরের দরজা জানালায় হামলা চালায় ও ভয়ভীতি দেখায়। এমন অভিযোগ করেছেন পরিদর্শনকালে জেলা প্রশাসকের কাছে। আশ্রয়ণের সুবিধাভোগী জনৈক ব্যক্তিরা। ধারণা করা হচ্ছে। যারা ঘর পাননি এমনই ব্যাক্তি বা দুর্বৃত্তরা ওই ধরনের কাজ করেছেন বলে জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রমিজ আলম জানান, তড়িঘড়ি করে কাজ করতে গিয়ে দু-একটি জানালার পাইন বাদ পরে যায়, ঠিকমত দরজা লাগানো সমস্যা, কিছু টিনের প্রেক লাগাতে রাবার বাদ পরায় পানি চোঁয়ায় তা ইতোমধ্যে ঠিক করা হয়েছে। জেলা প্রশাসক স্যার, আশ্রয়ণের প্রতিটি ঘর পরিদর্শন করেন ও সুবিধাভোগীদের সাথে কথাও বলেন। এতে কোন সমস্যা না দেখায় কোন নির্দেশনাও দেননি।
এবিষয়ে নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সাথে মুঠোফোনে ০১৭১৫০৮১৪৮০ নম্বারে যোগাযোগ করা হলে, ফোন না ধরায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।