নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : বোলিংয়ে তিন ভার্সনের আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট শিকারের সিংহাসনে এখন সাকিব আল হাসান। দেশের হয়ে এমন বিরল রেকর্ডে ক্রিকেট বিশ্বে এমন নজির নেই কোন লিজেন্ডারি বোলারের। ৪২ টেস্টে ১৪৭ উইকেট এবং টি-২০তে ৬৫ উইকেটে বাংলাদেশ বোলারদের মধ্যে সবার উপরে এই বাঁ হাতি স্পিনারের দরকার ছিল গতকাল ওয়ানডেতে ২ উইকেট। ওয়ানডে ক্রিকেটে রাজ্জাকের ২০৭ উইকেট ছাড়িয়ে সাকিবের শিকার সংখ্যা গতকাল দাঁড়িয়েছে ২০৮ এ। বিস্ময়কর এই রেকর্ডে অনন্য দৃষ্টান্ত স্থাপনের পরও আক্ষেপ করছেন সাকিব। তিন ভার্সনের ক্রিকেটে দেশের হয়ে সর্বাধিক রানের রেকর্ডটা গড়তে না পারায় পুরোপুরি তৃপ্তির ঢেকুর তুলতে পারছেন না এই বাঁ হাতি অল রাউন্ডারÑ অবশ্যই অর্জনগুলো ভালো লাগছে। তিন ফরমেটে সর্বোচ্চ রান স্কোরার হলে আরও ভালো লাগত। গত ১ বছরে বাংলাদেশ দল এত ভালো খেলছে যে, সেভাবে ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছি না। তা পেলে হয়ত ব্যটিংয়েও তিন ফরম্যাটে সবচেয়ে বেশি রান থাকত। তবে সুযোগ আছে। দেখা যাক, ক্যারিয়ার শেষ হতে হতে কোন অবস্থায় যাই।’
আফগানিস্তানের কাছে হারতে হারতে জিতে গেছে বাংলাদেশ দল। তার কারণ হিসেবে সফরকারী দলের অনভিজ্ঞতাকেই সামনে এনেছেন সাকিবÑ ‘যে পরিস্থিতি ছিল, তাতে ওদের জেতা উচিত ছিল। আমার কাছে মনে হয় ওদের অভিজ্ঞতার ঘাটতির কারণে ওরা পারেনি। আর আমাদের অভিজ্ঞতা কাজে লেগেছে। আমরা জানি কিভাবে জিততে হয়।’
নিজের অর্জনের ম্যাচে বাংলাদেশের জয়ে ভুমিকা রেখেছেন সাকিব ১৪৪ রানের পার্টনারশিপ ভেঙ্গে দিয়ে, ১ ওভারের শেষ স্পেলে এক রানের বেশি খরচা না করে। সাকিব নিজেও ম্যাচে ফেরার কারণ হিসেবে ওই ২টি ওভারের কথা করেছেন উল্লেখÑ ‘এক ওভারে এক রান দেওয়া আর ওদের অনেক বড় একটা জুটির পর আমার ব্রেক থ্রু দেয়াকেই এগিয়ে রাখছি।’ ১০ মাস পর ওয়ানডে প্রত্যাবর্তন বলেই স্বাভাবিক খেলায় তৈরি হয়েছে প্রতিবন্ধকতা, তা মনে করছেন সাকিবÑ‘সবাই অনেক দিন পর ওয়ানডে খেললাম। তাই কাজটা কঠিন ছিল। সবার শরীরি ভাষায় সেটা বোঝা গেছে। আজকে আমাদের ফিল্ডিং সেভাবে ভালো হয়নি। যেহেতু আমরা ১০ মাস ওয়ানডে খেলিনি, সেটার প্রভাব এটা। কারণ মাঠে গিয়ে চাইলেও অনেক সময় শরীর সাড়া দেয় না।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।