মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত ৭ জুলাই নিজ বাসভবনে আততায়ীর হামলায় খুন হন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসে। প্রেসিডেন্টকে হত্যার ঘটনার পর থেকে দেশটিতে রাজনৈতিক টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে সৈন্য পাঠাতে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে হাইতি। সূত্র, আল জাজিরা।
ওই ঘটনার পরই হাইতির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জাতিসংঘে চিঠি পাঠানো হয়। চিঠিতে ‘দেশে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে হাইতি পুলিশের প্রচেষ্টাকে সহায়তা করার জন্য’ সৈন্য পাঠাতে অনুরোধ করা হয়।
সেনা সাহায্য চেয়ে আবেদনের বিষয়টি বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন হাইতির নির্বাচনমন্ত্রী মাথিয়াস পিয়েরে। তিনি বলেছেন, ‘আমরা ভেবেছিলাম যে ভাড়াটে গুণ্ডারা কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করতে পারে। দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ কর্তৃপক্ষের সাথে আলোচনাকালে আমরা এই অনুরোধ করেছিলাম।’
সংবাদ বিষয়ক ওয়েবসাইট মিলিটারি ডটকম বলছে, হাইতির এই অনুরোধের বিষয়টি যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষও নিশ্চিত করেছে।
পেন্টাগনের মুখপাত্র এফার ফোর্স লেফটেন্যান্ট কর্নেল কেন হফম্যান ওই ওয়েবসাইটকে ইমেইলে জানিয়েছেন, ‘হাইতি সরকার নিরাপত্তা ও তদন্তের সহায়তা চেয়ে আবেদন করেছে। তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তাদের আমরা কীভাবে সহায়তা করতে পারি সেভাবে কথা হচ্ছে।’
বার্তা সংস্থা রয়টার্সকে অবশ্য যুক্তরাষ্ট্র প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘এই সময়ে’ ওয়াশিংটন ডিসির কোনো সামরিক সহায়তা দেয়ার পরিকল্পনা নেই।
অন্যদিকে, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের কিংবা পুলিশ পাঠাতে হলে সংস্থাটির নিরাপত্তা পরিষদকে তা অনুমোদন করতে হবে। সূত্র : মিলিটারি ডটকম
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।