Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হযরত হাফেজ্জী হুজুর এর খলিফা মাওলানা আব্দুল মতিনের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২১, ১২:২৯ পিএম

হযরত হাফেজ্জী হুজুর রহ. এর বিশিষ্ট খলিফা ও নরসিংদীর শেখের চর মাদরাসার সাবেক মুহতামিম হযরত মাওলানা আব্দুল মতিন শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও আট মেয়ে রেখে গেছেন। বাদ জুমা মরহুমের নামাজে জানাজা শেষে তার নিজ বাড়ি কুমিল্লা জেলার চান্দিনার শ্রীমন্তপুর নিজ প্রতিষ্ঠিত মাদরাসা মসজিদ সংলগ্ন কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ও মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মাওলানা আব্দুল মতিন বাংলাদেশের একজন বিজ্ঞ আলেমে দ্বীন জাতির রাহবার ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন হক্বানী বুজুর্গ আলেমশূন্য হলো। খেলাফত আন্দোলন নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত ও জান্নাতের উচু মাকাম কামনাসহ তার শোকাহত পরিবার, ভক্ত ও মুরিদদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ