Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬০ হাজার মানুষ এবার হজ পালন করবেন

মক্কায় হাজীদের হোম কোয়ারেন্টিন শুরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২১, ১২:০০ এএম

বৈশ্বিক করোনা সংক্রমণের মাঝে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে আর মাত্র ক’দিন বাকি। তবে গত ২৬ জিলকদ থেকে মক্কা শরিফে ১৪৪২ হিজরী সালে পবিত্র হজের হোম কোয়ারেন্টিনে নির্বাচিত হজযাত্রীদের অবস্থান কার্যক্রম শুরু হয়েছে। চলতি বছর হজে অংশগ্রহণের জন্য ৫ লাখ ৪০ হাজার নারী-পুরুষ আবেদন করেছিলেন। সউদী সরকারের ঘোষণা অনুযায়ী এবারো কঠোর লকডাউনের মাঝে এবার ৬০ হাজার নারী-পুরুষকে পবিত্র হজের অনুমতি দেয়া হয়েছে। এদের মধ্যে ১৫ হাজার সউদী নাগরিক বাকি ৪৫ হাজার সউদী আরবে অবস্থানকারী বিদেশি নাগরিক।
নির্বাচিত এসব হজযাত্রী মক্কা শরিফে পাঁচ থেকে সাত দিন নির্ধারিত বাড়ি এবং হোটেলে হোম-কোয়ারেন্টিনে অবস্থান করবেন। সউদী হজ ও ওমরাহ মন্ত্রণালয় ৬০টি ইউনিট এর মাধ্যমে হজ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে। সউদী আরবের মদিনা মুনাওয়ারা থেকে নদওয়াতুল ওলামা আল আলামিয়ার চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম মাদানী গতকাল শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করেছেন। মাওলানা রফিকুল ইসলাম মাদানী ইনকিলাবকে বলেন, আমার পরিচিত মদিনার এক পরিবার গতকাল হজের উদ্দেশে মক্কায় গিয়ে হোম-কোয়ারেন্টিনের অবস্থান নিয়েছেন। তিনি জানিয়েছে, অনুমোদনপ্রাপ্ত হজযাত্রীরা মক্কার বিভিন্ন হোটেল ও বাড়িতে হজের যাত্রার আগে হোম কোয়ারেন্টিনে থাকতে শুরু করেছেন। তিনি জানান, মিনায় হাজীদের তাঁবুগুলো বিশেষ ব্যবস্থায় টানানো হয়েছে।
মদিনা থেকে প্রবাসী বাংলাদেশি শেখ আবু আহমাদ স্বপরিবারে চলতি বছর হজ পালনের জন্য আবেদন করেছিলেন সউদী হজ ও ওমরা মন্ত্রণালয়ে। কিন্তু তার আবেদন মঞ্জুর হয়নি। জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিসের শ্রম সচিব মো. আমিনুল ইসলাম জানান, এবারের পবিত্র হজ অনেকটা লটারির মাধ্যমে হচ্ছে। সউদীতে অবস্থানরত কতজন বাংলাদেশি এবার হজের সুযোগ পেয়েছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনো পরিসংখ্যান জানা যায়নি। তবে কেউ হজের অনুমতি পেয়ে থাকলে একমাত্র তিনি জানতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ