Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯ হাজারী ক্লাবে তামীম

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ব্যাটিংয়ে একটার পর একটা রেকর্ড গড়েই চলেছেন তামীম। বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে তিন ভার্সনের ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসে অনন্য রেকর্ড গড়ে ফেলেছেন আগেই। টি-২০ ক্রিকেটে বাংলাদেশ ব্যাটসম্যানদের মধ্যে সবার আগে সেঞ্চুরির ইতিহাস রচনা করা তামীম তিন ভার্সনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানেরও মালিক। তিন ভার্সনের ক্রিকেট মিলে সবার আগে ৮ হাজারী ক্লাবের সদস্যপদ পেয়ে ৯ হাজারী ক্লাবেও প্রথম বাংলাদেশী তিনিই। সিরিজ শুরুর আগে ৯ হাজারী ক্লাব থেকে ১৫ রান দূরে ছিলেন, তার জন্য অপেক্ষা বাড়েনি। গতকাল ইনিংসের তৃতীয় ওভারে দৌলত জাদরানকে স্কোয়ার লেগে ফ্লিক করে বাউন্ডারির সঙ্গে সঙ্গেই মাইলস্টোনে রেখেছেন পা। গতকাল ৮০ রানের ইনিংসে তিন ভার্সনের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৪৮ ম্যাচে তামীমের রান যেখানে ৯০৬৫, সেখানে তার পেছনে পেছনে ছোটা বন্ধু সাকিব গতকাল ৪৮ রানে পৌঁছে গেছেন ৮৩৭২ রানে।
এই মাইলস্টোনের দিনে ওয়ানডে ক্যারিয়ারে এক ভেন্যুতে সর্বাধিক রানে অজি টপ অর্ডার পন্টিংয়ে গেছেন টপকে এই বাঁ হাতি ওপেনার। মেলবোর্নে পন্টিংয়ের ৪১ ম্যাচে ২১০৮ রানকে টপকে শের-ই-বাংলা স্টেডিয়ামে সেখানে তামীমের ৬৭ ম্যাচে রান সেখানে ২১৩৬। প্রেমাদাসায় ওয়ানডে ম্যাচে সাঙ্গাকারার ২১৫৬-কে টপকে যেতে অবশিষ্ট এখন মাত্র ২১ রান। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচেই সেই মাইলস্টোনে চোখ তামীমের। সাঙ্গাকারা ছাড়াও তার সামনে আছেন এখন জয়সুরিয়া (প্রেমাদাসায় ২৫১৪), সারজায় ইনজামাম (২৪৬৪) এবং সাইদ আনোয়ার (২১৭৯)। এই সিরিজেই সাঙ্গাকারা, জয়সুরিয়াকে টপকে যাওয়ার স্বপ্ন দেখতেই পারেন তামীম।
তিন ভার্সনের ক্রিকেট মিলে ১৪ সেঞ্চুরিতে বাংলাদেশ ব্যাটসম্যানদের মধ্যে এভারেস্টে আছেন তামীম। সংখ্যাটা গতকালই উন্নীত করতে পারতেন ১৫-তে। সে সুযোগটা ছিল তার। নভিন-উল-হককে দ্বিতীয় ওভারে দর্শনীয় ফ্লিক শট এবং কাভার ড্রাইভে বাউন্ডারি মেরে সে সম্ভাবনার জানান দিচ্ছিলেন তামীম। লেগ স্পিনার রশিদ খানকে ব্যাকওয়ার্ড পয়েন্টে বাউন্ডারি শটে ৬৩ তম বলে ওয়ানডে ক্যারিয়ারে ৩৩ তম ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি নিজের ভুলে। আফগান পেস বোলার মিরওয়াইজ আশরাফকে ডাউন দ্য উইকেটে খেলতে যেয়ে লং অনে ক্যাচ প্র্যাকটিসে ড্রেসিং রুমে ফিরে এসেছেন ৮০ রানে। তামীমের মাইলস্টোনের দিনে মাইলস্টোনে পা রেখেছেন মুশফিকুর রহিমও। ওয়ানডে ক্রিকেটে এক ভেন্যুতে (শের-ই-বাংলা স্টেডিয়াম) ২ হাজারী ক্লাবের সদস্যপদ আগেই পেয়েছেন সাকিব, তামীমÑগতকাল এই ক্লাবে তৃতীয় বাংলাদেশী সদস্য হলেন মুশফিকুর রহিম। তৃতীয় বাংলাদেশী হিসেবে শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ভার্সনের ক্রিকেট মিলে ৩ হাজার রানের মাইলস্টোনে সাকিব, তামীমের পর তৃতীয় বাংলাদেশী ব্যাটসম্যানের হাতছানিও আছে তার সামনে। এই ক্লাবের সদস্যপদে অপেক্ষা এখন মুশফিকুরের ৭০ রান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৯ হাজারী ক্লাবে তামীম

২৬ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ