Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের কাছে বিধ্বস্ত ওমান পকিস্তানের দ্বিতীয় জয়

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : অনুর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ৫-৪ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে ভারত। তারা বিধ্বস্ত করেছে ওমানকে। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের শেষ ম্যাচে ভারতের গোলবন্যায় ভাসলো ওমান। ম্যাচে ভারতীয়রা ১১-০ গোলে হারায় ওমানীদের। প্রথমার্ধে বিজয়ী দল ৬-০ গোলে এগিয়ে ছিলো। পুরো ম্যাচে দাঁড়াতেই পারেনি ওমান। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত টার্ফে একচেটিয়া প্রাধান্য ছিলো ভারতীয়দের। ভারতের হয়ে তিনটি করে গোল করেন নীলম সন্দীপ, কনজেংবাম সিং ও দিলপ্রিত সিং। আর একটি করে গোল পান শিবাম আনন্দ ও অভিশেক। একই টার্ফে দিনের প্রথম ম্যাচে চাইনিজ তাইপে ৯-০ গোলের জয় পায় হংকং চায়নার বিপক্ষে। প্রথমার্ধে বিজয়ীরা ৩-০ গোলে এগিয়ে ছিলো। তাইপের অধিনায়ক হোয়াং জু উ চারটি, লিউ চিং ফেন দু’টি এবং লিন ফান এন, চ্যান তিং ওই ও সি সং জেন একটি করে গোল করেন। এ ম্যাচে একচ্ছত্র আধিপত্য ছিলো চাইনিজ তাইপের। পরের ম্যাচে পাকিস্তান ৬-০ গোলে হারায় চীনকে। ম্যাচের প্রথমার্ধে পাকিস্তান ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে করে আরও পাঁচ গোল। বিজয়ী দলের হয়ে দু’টি করে গোল করেন আমজাদ আলী খ্না, আজিজ আলী ও নাভীদ আলম। টুর্নামেন্টে এটা পাকিস্তানের দ্বিতীয় জয়। শনিবার প্রথম ম্যাচে তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে ৬-১ গোলে হারায় চাইনিজ তাইপেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতের কাছে বিধ্বস্ত ওমান পকিস্তানের দ্বিতীয় জয়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ