Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ছুটছে গার্দিওলার সিটি

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন ম্যানচেস্টার সিটি তারকা সার্জিও আগুয়েরো। ফিরেই পেপ গার্দিওলার টানা দশম জয়ের নায়ক আর্জেন্টাইন এই স্ট্রাইকার। লিগ ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে পরশু ৩-১ ব্যবধানের জয়ে জোড়া গোল তার, বাকিটা ইংলিশ স্ট্রাইকার রেইম স্টার্লিংয়ের।
এরই মধ্যে লিগের শুরুতে টানা ষষ্ঠ জয়ে কার্লো আনচেলত্তির রেকর্ডে ভাগ বসিয়েছেন গার্দিওলা। ইংলিশ ফুটবলে এক মৌসুমে টানা দশম জয়ের টটেনহামের ১৯৬০-৬১ মৌসুমের রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি। রেকর্ডটা একার করে নিতে ঘটনাচক্রে ২ অক্টোবর লিগের পরের ম্যাচে টটেনহামকেই পাচ্ছেন সাবেক বার্সেলোনা কোচ। তবে সিটির পর টটেনহামই লিগে সবচেয়ে বেশি ধারাবাহিক দল। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তালিকার দ্বিতীয় স্থানে। এদিনও মিডিল্সব্রোর মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরে তারা। ফলে গার্দিওলার কাজটা যে এদিন সহজ হবে না। তবে লিগে দিনের সবচেয়ে হাইভেল্টেজ ম্যাচকে একতরফা বানিয়ে জিতেছে আর্সেনাল। ঘরের মাঠে প্রথমার্ধে করা অ্যালিক্সেস সানচেজ, থিও ওয়ালকট ও মেসুত ওজিলের গোলে চেলসিকে ৩-০ গোলে হারায় আর্সেন ওয়েঙ্গারের দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছুটছে গার্দিওলার সিটি

২৬ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ