নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : তিন ভার্সনের ক্রিকেটে রানের সমষ্টিতে ৯ হাজার রানের মাইলফলকে প্রথম বাংলাদেশী হিসেবে গতকাল তামীমের ইতিহাসের দিনে অনন্য রেকর্ড করে ফেলেছেন বন্ধু সাকিব আল হাসান। বাংলাদেশ ব্যাটসম্যানদের মধ্যে তিন ভার্সনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এবং সর্বাধিক রানের মালিক হয়ে ইতোমধ্যে অনন্য রেকর্ড গড়ে ফেলেছেন বাঁ হাতি ওপেনার তামীম ইকবাল। বোলিংয়ে তিন ভার্সনের আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট শিকারের সিংহাসনে এখন সাকিব আল হাসান। ৪২ টেস্টে ১৪৭ উইকেট এবং টি-২০তে ৬৫ উইকেটে বাংলাদেশ বোলারদের মধ্যে সবার উপরে এই বাঁ হাতি স্পিনারের দরকার ছিল গতকাল ওয়ানডেতে ২ উইকেট। ওয়ানডে ক্রিকেটে এতোদিন ১৫৩ ম্যাচে ২০৭ উইকেটে বাংলাদেশ বোলারদের মধ্যে শীর্ষে থাকা বাঁ হাতি স্পিনার আবদুর রাজ্জাক রাজকে ছাড়িয়ে তিন ভার্সনের ক্রিকেটে বাংলাদেশ বোলারদের মধ্যে সর্বাধিক উইকেটের মালিকানা পেয়েছেন সাকিব। গতকাল নিজের তৃতীয় বলে আফগান টপ অর্ডার শাহবীর নূরীতে এলবিডাবøুতে পরিণত করে রাজ্জাককে ছুঁয়েছেন সাকিব। তৃতীয় উইকেট জুটিতে পাহাড় হয়ে দাঁড়ানো (১৪৪ রান) পার্টনারশিপ ব্রেক থ্রু দেয়ার দায়িত্বটাও পালন করেছেন এই বাঁ হাতি স্পিনারই। সাকিবের ফ্লাইট বুঝতে না পেরে ডাউন দ্য উইকেটে এসে খেলতে যেয়ে রহমত শাহ এতোটাই এগিয়ে এসেছিলেন যে ফিরতে পারেননি পপিন ক্রীজে। তাকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে দিয়েই অনন্য রেকর্ড করে ফেলেছেন সাকিব (ওয়ানডেতে ২০৮তম উইকেট)। তিন ভার্সনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ বোলারদের মধ্যে উইকেট শিকারের সিংহাসনে এখন সাকিব আল হাসান। তিন ভার্সনের ক্রিকেটে বাংলাদেশ বোলারদের মধ্যে সবার আগে ৪শ’ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলা এই বাঁ হাতি স্পিনারের লক্ষ্য এখন নিজেকে ছাড়িয়ে যাওয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।