Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে সংক্রমণ ৪৪২ ও ৬ মৃত্যুতে অতীতের রেকর্ড ছাড়িয়েছে করোনা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ১:৩০ পিএম

করোনাভাইরাস সংক্রমণে নতুন করে রেকর্ড হয়েছে সিলেটে। আজ শুক্রবার সকাল ৮টা অবধি পূর্বের চব্বিশ ঘন্টায় সিলেটে করোনাক্রান্ত হয়েছেন ৪৪২ জন। একই সময়ে সিলেটে মারা গেছেন আরও ৬ জন। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পূর্বের চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে সর্বোচ্চ ৩৮৯ জন করোনা রোগী সনাক্ত হয়েছিলেন। সিলেট বিভাগের করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া জানান, গত ২৪ ঘন্টায় বিভাগের চার জেলায় ১০২৫ জনের নমুনা পরীক্ষায় করোনা রোগী পাওয়া গেছে ৪৪২ জন । সনাক্তের হার ৪৩.১২ শতাংশ। তিনি জানান, নতুন রোগীদের মধ্যে সিলেট ২২৭ জন, সুনামগঞ্জের ৫৬ জন, ৬৭ জন মৌলভীবাজারের ও ৪৬ জন রয়েছেন হবিগঞ্জ। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগী সনাক্ত হয়েছেন ৪৬ জন। ডা. সুলতানা রাজিয়া আরও জানান, সিলেটে নতুন করে মারা গেছেন আরও ৬ জন। এর মধ্যে ৫ জনই সিলেট, অপর একজন মৌলভীবাজারের। এ নিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৫৪৭ জনে। সবমিলিয়ে মারা গেছেন ৫১১ জন। এদিকে, গত চব্বিশ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ২৪ হাজার ৬১৪ জনে দাঁড়িয়েছে। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) জানান, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৫১ জন করোনা রোগী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ