Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউনের অষ্টম দিনে সিলেটে ১১৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা জরিমানা প্রায় সোয়া ১ লাখ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ১:২৫ পিএম

কঠোর লকডাউনের ৮ম দিনে ৫৫টি যানবাহনে মামলা ১১৬টি আটক এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আদায় করা হয়েছে ১ লক্ষ ১৫ হাজার ৭০০ টাকা জরিমানা । গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) করোনকালীন স্বাস্থ্যবিধি সুরক্ষায় এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার ও ফোর্স যৌথভাবে এসএমপির বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, করোনাভাইরাসের ব্যাপক ও ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত লকডাউন এর বিধি নিষেধ নগরবাসী যেন পালন করেন সেজন্য এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার ও ফোর্স যৌথভাবে এসএমপির বিভিন্ন স্থানে দিন রাত ৩২ টি চেকপোস্টে অভিযান পরিচালনা করে। সকল থানা-ফাঁড়ি-তদন্ত কেন্দ্র এলাকাধীন দিনরাত ৫২টি টহল মোবাইল ডিউটি সহ নিরলসভাবে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটি করে করছে। এরই ধারাবাহিকতায় লকডাউনের ৮ম দিনে লকডাউন বিধি নিষেধ অমান্য করায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে সিএনজি ২২টি, মোটরসাইকেল ২৫ টি, প্রাইভেট কার ৭ টি ও অন্যান্য ১ টি মামলাসহ সর্বমোট ৫৫ টি মামলা এবং সিএনজি ৫১ টি, মোটরসাইকেল ২৯ টি, প্রাইভেট কার ১১ টি, অন্যান্য ২৫ টি সহ আটক করা হয় মোট ১১৬ টি যানবাহন। এছাড়াও পুলিশি ডিউটির পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ৫ টি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরীর বিভিন্ন স্থানে সর্বমোট ১ লক্ষ ১৫ হাজার ৭০০ টাকা অর্থদন্ড করে আদায় করা হয় জরিমানা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ