Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে ৫ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ১:১২ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৫ কেজি গাঁজাসহ মহসিন হোসেনদাই(২২) নামক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার খাস উদমদী সাকীনস্থ জাফর বেপারী বাড়ীর মোঃ ইব্রাহীম বেপারীর দোচালা টিনের বসত ঘরের ভিতর তল্লাশী করিয়া তাকে আটক করা হয়েছে।মোঃ মহসিন হোসেন দাই(২০) ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের বাবুল দাইয়ের ছেলে।
থানা সূত্রে জানা মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মাসুদ এর তদারকীতে সঙ্গীয় এসআই মোহাম্মদ লোকমান হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মতলব উত্তর থানাধীন খাস উদমদী সাকীনস্থ জাফর বেপারী বাড়ীর মোঃ ইব্রাহীম বেপারীর দোচালা টিনের বসত ঘরের ভিতর তল্লাশী করিয়া গ্রেফতারকৃত আসামী মোঃ মহসিন হোসেন দাই(২০), পিতা- মোঃ বাবুল দাই, মাতা- মোসাঃ পারুল বেগম, সাং- উত্তর হাজীপুর, ০৫নং ওয়ার্ড, ফরাজীকান্দি ইউনিয়ন, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর এর হেফাজত হইতে ০২(দুই) কেজি এবং পলাতক আসামী ২। মোঃ ইব্রাহীম বেপারী(২২), পিতা- মোঃ জাফর বেপারী, মাতা- মোসাঃ খুকু মনি, সাং- খাস উদমদী, ৩নং ওয়ার্ড, ফরাজীকান্দি ইউনিয়ন, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর এর দখলীয় ০৩(তিন) কেজি মোট ০৫(পাঁচ) কেজি গাঁজা যাহা মূল্য ১৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা প্রাপ্ত হইয়া সাক্ষীদের মোকাবেলায় উদ্ধার পূর্বক জব্দ করেন। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে একটি নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে।
এ বিষয়ে শুক্রবার বেলা সাড়ে ১১ নিজ কার্যালয়ে প্রেসবিপিং করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল। তিনি জানান দীঘ সময় আমি ও আমার অফিসারদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে গাঁজাসহ আসামীকে ধরতে সক্ষম হয়েছি।মাননীয় পুলিশ সুপার দিকনিদ্দেশনায় মাদকের ব্যাপরে আমরা জিরো টলারেন্স কাজ করছি। মাদক ব্যবসায় ও সেবনকারীর তথ্য সরবরাহ করতে তিনি সকলের প্রতি আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাঁজাসহ আটক

১০ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ