Inqilab Logo

বুধবার, ১৭ জুলাই ২০২৪, ২ শ্রাবন ১৪৩১, ১০ মুহাররম ১৪৪৬ হিজরী

নেছারাবাদের আরামকাঠিতে দুই কেজি গাঁজা সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মে, ২০২১, ১১:৪২ এএম

নেছারাবাদে জলাবাড়ী ইউনিয়নে দুই কেজি গাজা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ইউসুফ ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীররাতে তাকে গ্রেফতার করে নিয়মিত মাদকের মামলা দায়ের শেষে মঙ্গলবার সকালে তাকে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পুলিশ মাদক ব্যবসায়ী ইউসুফ ফকিরের ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় পুলিশ তার ঘরে তল্লাসী করে ওই গাঁজা উদ্ধার করে। মাদক ব্যবসায়ী ইউসুফ ফকির উপজেলার জলাবাড়ি ইউনিয়নের আরামকাঠি এলাকার ইসমাঈল ফকিরের ছেলে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন বলেন, ঈদকে সামনে রেখে মাদকের সাথে সংশ্লিষ্ট কেউ যাতে তৎপর হতে না পারে পুলিশ সে ব্যাপারে সচেষ্ট রয়েছে। মাদকসহ যে কোন অপরাধ কর্মকান্ড নিমূর্লে পুলিশের এ সাড়াসি অভিযান অব্যহত থাকবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাঁজাসহ আটক

১০ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ